National Film Awards 2021: সেরা বাংলা ছবি গুমনামী, কঙ্গনা-মনোজের সেরা অভিনয়! জাতীয় পুরস্কারের মঞ্চে দাদাসাহেব রজনীকান্তকে...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
দিল্লির বিজ্ঞানভবনে সোমবার অনুষ্ঠিত হল ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards 2021)।
advertisement
1/9

দিল্লির বিজ্ঞানভবনে সোমবার অনুষ্ঠিত হল ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards 2021)। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
advertisement
2/9
৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হন দক্ষিণী মেগাস্টার 'থালাইভা' রজনীকান্ত।
advertisement
3/9
রজনীকান্তের হাতে পুরস্কার তুলে দেন দেশের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তাঁদের মধ্যে খানিক কথাও হয় পুরস্কারের মঞ্চে।
advertisement
4/9
সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান মনোজ বাজপেয়ী ও ধনুশ। 'ভোঁসলে' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে মনোজ বাজপেয়ী।
advertisement
5/9
তামিল ছবি 'অসুরণ'- এ অভিনয়ের জন্য ধনুশ সেরা অভিনেতা হিসেবে এদিন পুরস্কার পান।
advertisement
6/9
সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান কঙ্গনা রানাওয়াত। 'মণিকর্ণিকা' এবং 'পাঙ্গা'র জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান নায়িকা।
advertisement
7/9
৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা গায়ক হিসেবে পুরস্কৃত হন বি প্রাক। 'তেরি মিট্টি' গানটির জন্য পুরস্কার পান তিনি।
advertisement
8/9
সেরা প্লেব্যাক মহিলা হিসেবে পুরস্কার পান সাবানি রবীন্দ্র। 'রান পাটেলা' গানের জন্য জাতীয় পুরস্কার পান তিনি।
advertisement
9/9
জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার ফের একবার মুখ উজ্জ্বল করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর ছবি 'গুমনামী' সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে ও সেরা বাংলার ছবির শিরোপা পেয়েছে।