TRENDING:

Nafisa Ali Cancer Update: কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়ছেন! ফের শুরু কেমোথেরাপি

Last Updated:
Nafisa Ali Cancer Update: ফের অসুস্থ হয়ে পড়লেন। ক্যানসার দ্রুত ছড়াচ্ছে তাঁর শরীরে। একেবারে স্টেজ ফোর। এই পর্যায়ে এসে অস্ত্রোপচার আর সম্ভব নয়।
advertisement
1/10
কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন! ফের শুরু কেমো
শরীরে থাবা বসিয়েছে মারণ ক্যানসার। পরিস্থিতি খারাপ হওয়ায় ফের কেমোথেরাপি শুরু করতে হল নাফিসা আলিকে।
advertisement
2/10
২০১৯ সালে প্রথম বার নিজের এ খবর জানান অভিনেত্রী তথা সমাজকর্মী নাফিসা আলি। সে সময় থেকেই চিকিৎসা চলছে তাঁর। কেমোথেরাপির পর থেকেই বদলে গিয়েছিল অভিনেত্রীর চেহারা। মাথায় এখন আর আগের মতো চুল নেই প্রাক্তন ভারতসুন্দরী নাফিসার।
advertisement
3/10
তিনি পেরিটোনিয়াল ক্যানসারে আক্রান্ত। এটি একটি বিরল ধরনের ক্যানসার। পেটের ভিতরের একটি পাতলা ঝিল্লি, অর্থাৎ পেরিটোনিয়ামে সৃষ্ট ক্যানসার, যা প্রায়শই অন্যান্য অঙ্গের ক্যানসার (যেমন ডিম্বাশয়, কোলন) থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে।
advertisement
4/10
এ বার ফের অসুস্থ হয়ে পড়লেন। ক্যানসার দ্রুত ছড়াচ্ছে তাঁর শরীরে। একেবারে স্টেজ ফোর। এই পর্যায়ে এসে অস্ত্রোপচার আর সম্ভব নয়। তাই দ্রুত শুরু হবে কেমোথেরাপি। যদিও এ অবস্থায় মনের জোর হারাননি অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার জন্য হাসুন'।
advertisement
5/10
তাঁকে সর্বশেষ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সুরজ বরজাতিয়ার ছবি 'উঁচাই'-তে দেখা যায়। এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, পরিণীতি চোপড়া, নিনা গুপ্তা, সারিকা এবং ড্যানি ডেনজংপা।
advertisement
6/10
অভিনয়ের পাশাপাশি তার রাজনৈতিক জীবনও উল্লেখযোগ্য। ২০০৪ সালে তিনি দক্ষিণ কলকাতা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অসফল হন। ২০০৯ সালে সঞ্জয় দত্তের অযোগ্য ঘোষণার পর তিনি সমাজবাদী পার্টির টিকিটে লখনউ থেকে লোকসভা নির্বাচনে লড়েন।
advertisement
7/10
এরপর ২০০৯ সালের নভেম্বরে তিনি আবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং বলেছিলেন যে তিনি জীবনের জন্য কংগ্রেসে ফিরছেন। তবে, ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের অক্টোবরে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
advertisement
8/10
তিনি ১৯৭৯ সালে শ্যাম বেনেগালের ছবি 'জুনুন'-এ শশী কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে 'মেজর সাব', এবং 'বেওয়াফা', 'লাইফ ইন এ... মেট্রো', 'গুজারিশ' ও 'ইয়ামলা পাগলা দিওয়ানা'-এর মতো ছবিতে অভিনয় করেন।
advertisement
9/10
এছাড়াও, তিনি মালায়ালম ছবি 'বিগ বি'-তে অভিনেতা মামুট্টির সঙ্গে কাজ করেছেন।
advertisement
10/10
নাফিসা আলি ১৯৭২ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় সাঁতার চ্যাম্পিয়ন ছিলেন। এরপর ১৯৭৬ সালে তিনি 'ইভস উইকলি মিস ইন্ডিয়া' খেতাব জেতেন এবং একই বছর মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় রানার-আপ হন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nafisa Ali Cancer Update: কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়ছেন! ফের শুরু কেমোথেরাপি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল