Jeetu Kamal-Nabanita Das: জিতু এখন অতীত! 'বিশেষ বন্ধু'র সঙ্গে গোয়ায় নবনীতা? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Jeetu Kamal-Nabanita Das: জন্মদিনের জিতুকে শুভেচ্ছা জানাননি নবনীতা। অন্তত নেটমাধ্যমে জিতুর জন্য কোনও পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। তবে নবনীতার অন্য একটি পোস্ট ঘিরে যদিও চর্চা তুঙ্গে।
advertisement
1/5

সম্পর্ক ভেঙেছে আগেই। মলিন হয়েছে বন্ধুত্ব। সোমবার, ২৮ অগাস্ট ছিল জিতু কমলের জন্মদিন। অনুরাগী থেকে সহকর্মী, অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলেই। কিন্তু ব্রাত্য রইলেন 'প্রাক্তন' নবনীতা।
advertisement
2/5
জন্মদিনের জিতুকে শুভেচ্ছা জানাননি নবনীতা। অন্তত নেটমাধ্যমে জিতুর জন্য কোনও পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। তবে নবনীতার অন্য একটি পোস্ট ঘিরে যদিও চর্চা তুঙ্গে। মনে করা হচ্ছে, বিশেষ বন্ধু স্নেহালের সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন তিনি।
advertisement
3/5
গোয়ার বিলাসবহুল এক হোটেলের বারান্দায় দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন স্নেহাল। তার পাশাপাশি সেখান থেকে একটি ভিডিও-ও পোস্ট করেন। বিবরণী-তে লিখেছেন, 'সপ্তাহান্ত এ রকমই হওয়া উচিত।'
advertisement
4/5
গোয়ার সেই হোটেলের বারান্দার একই জায়গায় দাঁড়িয়ে ছবি পোস্ট করতে দেখা যায় নবনীতাকে। এমনকি ক্যাপশনও এক, 'সপ্তাহান্ত এ রকমই হওয়া উচিত'। দু'জনের ছবিতে বারান্দার মিল দেখে দু'য়ে দু'য়ে চার করে় নিয়েছেন নেটিজেনরা।
advertisement
5/5
সম্প্রতি বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন জিতু-নবনীতা। তবে এই সিদ্ধান্তের কারণ এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা।