Naagin 6: করণ কুন্দ্রার সঙ্গে বিয়ে সেরে ফেললেন তেজস্বী? নববধূর বেশে মুগ্ধ করলেন 'নাগিন'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Tejasswi Prakash : বিগবসের ঘর থেকে করণ ও তেজস্বীর প্রেম শুরু। সেখান থেকেই তাঁদের তেজরণ বলে ডাকা হয়।
advertisement
1/10

নাগিন ৬ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী তেজস্বী প্রকাশ। বিগবস জেতার পর থেকে তিনি জনপ্রিয়তার শিখরে। তাঁর এক ঝলক ক্যামেরা বন্দি করতে শ্যুটিং সেটে পৌঁছে যান পাপারাজ্জিরা।
advertisement
2/10
সম্প্রতি পাপারাজ্জিরা তাঁকে একেবারে নববধূর বেশে দেখতে পেলেন। নাগিনের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। তবে নববধূর বেশে দেখে অনুরাগীরা অন্য কিছুই বলছেন।
advertisement
3/10
নেটিজেন দেখে বলছে, এ তো করণ কুন্দ্রার বউ। কেউ আবার বলছেন, তেজস্বী কি বিয়ে সেরে নিলেন?
advertisement
4/10
নাগিন ৬ এর এক এপিসোডেই তাঁকে দেখা যাবে এই নববধূর বেশে। তাই এই সাজ।
advertisement
5/10
নববধূর বেশে তাঁকে দেখে মুগ্ধ নেটিজেন। বাস্তবে বউ এর সাজে দেখতে তাঁরা অপেক্ষা করে আছেন।
advertisement
6/10
বিগবসের ঘর থেকে করণ ও তেজস্বীর প্রেম শুরু। সেখান থেকেই তাঁদের তেজরণ বলে ডাকা হয়।
advertisement
7/10
আর তাই তাঁদের অনুরাগীর সংখ্যা অগুন্তি। প্রায়ই করণ ও তেজস্বী তাঁদের প্রেমের রসায়ন ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে।
advertisement
8/10
তবে প্রেমের পাশাপাশি দুজনেই কাজ নিয়েও ব্যস্ত। বিগবস জেতার সঙ্গে সঙ্গেই নাগিন সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়েছেন তেজস্বী।
advertisement
9/10
করণ ও তেজস্বী একসঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কাজ করছেন। সেই মিউজিক ভিডিওর পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
10/10
তবে এই লুক দেখে অনুরাগীরা চাইছেন করণ ও তেজস্বী তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসুন।