advertisement
1/8

বছর শেষের সপ্তাহে উৎসবের মেজাজে বাংলার সঙ্গীত শিল্পীরা। রাতজাগা তারা সিজন ২ তে তারকাদের মেলা। খোশমেজাজে পাওয়া গেল সাহানা বাজপেয়ী কে। রবি ঠাকুরের তোমায় গান শোনাবো দিয়ে শুরু , তারপর সাহানার চেনা সুর সেই ছেলেটা থেকে প্রচলিত লোক সুর হয়ে লালনের মানুষ ভজলে গানে মুগ্ধ করলেন শিল্পী।
advertisement
2/8
কেটে গিয়েছে প্রায় ৫ বছর । অনিন্দ্য চট্টোপাধ্যায় এর ওপেন টি বায়োস্কোপ রিলিজ করেই মন ছুঁয়ে গিয়েছিল সিনেপ্রেমীদের। একের পর এক চন্দ্রবিন্দুর গানে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন অনিন্দ্য,উপল। ওপেন টির 'বন্ধু চল' ধরতেই দর্শকের আসনে বসা ঋদ্ধি , সুরঙ্গনা হাজির সোজা মঞ্চে। তৈরি হল নস্টালজিক এক মুহূর্ত।
advertisement
3/8
সঙ্গীত জীবনের ৩৫ বছরে পা দিয়েছেন সম্প্রতি। মিস জোজোর দাবি ৩৫ বছর ধরেই রাত জেগে গান শোনার অভ্যেস তৈরি না হলেও গান গাওয়ার অভ্যেস তৈরি হয়ে গিয়েছে।
advertisement
4/8
রাত জাগা তারার দ্বিতীয় সিজনে মাঝ রাতে মঞ্চে উঠেই ঝড় তুললেন শিল্পী।
advertisement
5/8
তার গানের ভক্তের সংখ্যা কম নয়। তিনি নিজে বাংলা গানের ভক্ত। তাই শিল্পী নয় নজরুল মঞ্চে শ্রোতা হিসেবে হাজির সোমলতা । গান শোনা, আড্ডার ফাঁকে চলল মুহূর্ত ধরে রাখার চেষ্টা।
advertisement
6/8
কেটে গিয়েছে প্রায় ৫ বছর । অনিন্দ্য চট্টোপাধ্যায় এর ওপেন টি বায়োস্কোপ রিলিজ করেই মন ছুঁয়ে গিয়েছিল সিনেপ্রেমীদের। একের পর এক চন্দ্রবিন্দুর গানে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন অনিন্দ্য,উপল। ওপেন টির 'বন্ধু চল' ধরতেই দর্শকের আসনে বসা ঋদ্ধি , সুরঙ্গনা হাজির সোজা মঞ্চে। তৈরি হল নস্টালজিক এক মুহূর্ত।
advertisement
7/8
মঞ্চে ফ্রন্ট ম্যান শিলাজিৎ। সঙ্গে নবীন শিল্পী কিঞ্জল। যোগ্য সংগতে সিধু ও উপল। চার মূর্তি র চমকদার পারফরম্যান্স ভোর রাতে।
advertisement
8/8
শেষ পাতে টক ঝাল মিষ্টি। অনিন্দ্য, শিলাজিৎ,গাবু, অ্যানি, সুলগ্না দের সঙ্গে এক মঞ্চে টিম রাত জাগা তারা, নতুন ভোরের আশা নিয়ে ।