Moushumi Chatterjee: গর্ভের সন্তানটা কার? স্বামী না বিনোদের? রাজেশের নোংরা কটাক্ষে রেগে আগুন মৌসুমী,জবাবে যা বলেছিলেন...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Moushumi Chatterjee: মৌসুমী জানিয়েছেন,তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন নোংরা কটাক্ষ করেছিলেন রাজেশ খান্না৷
advertisement
1/5

মৌসুমী চট্টোপাধ্যায় ফের শিরোনামে উঠে এসেছেন৷ মাত্র ১৬ বছর বয়সে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন৷ বিয়ের পর নিজের সন্তানদের নিয়ে কুরুচিকর মন্তব্যের মুখে পড়েন নায়িকা৷
advertisement
2/5
নিজের দুই সন্তানদের নিয়ে এমন কটাক্ষের মুখে পড়তে হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি তিনি৷ তাও আবার রাজেশ খান্নার মতো অভিনেতার কাছে এমন কথা শুনতে হয়েছিল ৷ কিন্তু কেন? এতদিন বাদে সবটা খুলে বললেন বর্ষীয়ান অভিনেত্রী৷
advertisement
3/5
মৌসুমী জানিয়েছেন,তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন নোংরা কটাক্ষ করেছিলেন রাজেশ খান্না৷ অভিনেতা সটান প্রশ্ন করেন, গর্ভের সন্তান কার? বিনোদ মেহরার? এটা শুনে রেগে আগুন হয়ে গিয়েছিলেন নায়িকা৷
advertisement
4/5
টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে চুটিয়ে কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায় ৷ মহানায়ক উত্তম কুমারের সময়কাল থেকেই রাজত্ব করে চলেছেন তিনি৷ অভিনয় কেরিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবনটা খুব একটা সুখকর ছিল না মৌসুমীর৷
advertisement
5/5
অকালে মেয়ে পায়েলকে হারান অভিনেত্রী৷ ২০১৯ সালে বড় মেয়েকে পায়েলকে হারান তিনি৷ মাত্র ৪৫ বছরের মেয়েকে হারিয়ে অনেক বড় শোকের মধ্য দিয়ে যেতে হয়েছিল নায়িকাকে৷ ছোটবেলা থেকেই ডায়াবিটিসে আক্রান্ত ছিল মেয়ে৷ ২০১৭ সালে হাসপাতালে ভর্তি করেন, ২০১৮ সাল থেকে কোমায় চলে যান, তারপর আর বাঁচানো যায়নি তাকে৷