Mouni Roy : বিয়ের গন্ধ এখনও গায়ে লেগে! শাঁখা পলা খুলে ফের হট অবতারে ধরা দিলেন মৌনী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mouni Roy : বিয়ের পর থেকে হাতে শাঁখা পলা নিয়েই তাঁকে দেখা গিয়েছে। এবার হাতের শাঁখা পলা খুলে ফোটোশ্যুট করলেন মৌনী।
advertisement
1/10

সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী মৌনী রায়ের। বিয়ের ছোঁয়া এখনও তাঁর অঙ্গে। বিয়ের পর থেকে হাতে শাঁখা পলা নিয়েই তাঁকে দেখা গিয়েছে। এবার হাতের শাঁখা পলা খুলে ফোটোশ্যুট করলেন মৌনী।
advertisement
2/10
মেটালিক শাড়িতে ধরা দিলেন মৌনী রায়। চকচকে শাড়িতে ফের হট অবতারে অভিনেত্রী।
advertisement
3/10
শাড়িতেই ত্বন্বী মৌনী। বাঙালির অভিনেত্রীর লাস্যে কুপোকাত অনেকেই।
advertisement
4/10
হাতে শাঁখা পলা। পরনে শাড়ি। একেবারে বঙ্গ বধূর রূপে মৌনী রায়।
advertisement
5/10
লাল রঙের সিল্কের শাড়িতে নববধূ মৌনী। বিয়ের গন্ধ এখনও হায়ে লেগে।
advertisement
6/10
রাফলড শাড়িতে স্টাইলিশ লুক মৌনীর। কিছুদিন আগেই গোয়ায় বসেছিল বিয়ের আসর।
advertisement
7/10
সোনালি রঙের শাড়ি লেগে আছে গায়ে। মৌনীর শরীরের কার্ভ স্পষ্ট।
advertisement
8/10
সবুদ রঙের ব্রোকে়ডের শাড়ির। পরনে নেই ব্লাউজ। পারদ চড়াচ্ছেন মৌনী।
advertisement
9/10
ফ্লোরাল শাড়িতে মৌনী রায়। শরীরের চড়াই উতরাই স্পষ্ট এই লুকে।
advertisement
10/10
নীল শাড়িতে যেন কোনও অন্য় দুনিয়ার পরী। এই লুকে মুগ্ধ নেটিজেন।