ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঝুমা বউদি ! কালো বিকিনিতে ধরেছে আগুন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ভোজপুরী ছবি ও টিভি এভিনেত্রী মোনালিসা বিকিনিতে একটি ছবি শেয়ার করেছেন ৷
advertisement
2/6
ভোজপুরী ছবির অন্যতম বোল্ড অভিনেত্রী মোনালিসা ৷ বর্তমানে ভোজপুরী ছবি ছাড়া টিভি শোতেও বিশেষ ভাবে নজর কেড়েছেন ৷ টিভি শো নজরে ডাইনির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ ভক্তদের উদ্দেশেই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেন ৷ মোনালিসা তাঁর ইনস্টাগ্রাম বোল্ড ছবি শেয়ার করেছেন ছবিতে সুইমিং পুলে দেখা গিয়েছে তাঁকে ৷
advertisement
3/6
ছবি শেয়ার করে লিখেছেন 'Sometimes A Game Comes At Just The Right Moment In Life .... #metime #peace #serene'
advertisement
4/6
এর আগে মোনালিসা তাঁর ছবিতে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছিলেন ৷
advertisement
5/6
স্টার প্লাসের একটি শো নজরে মোনালিসা মোহনার ভূমিকায় অভিনয় করেছেন ৷ এই ছবিতে বেশ অ্যাকশনও দেখা গিয়েছে ৷
advertisement
6/6
সম্প্রতি মোনালিসার ভোজপুরী ছবি 'পাকিস্তান মে জয় শ্রীরাম' মুক্তি পেয়েছে ৷ এই ছবিতে স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছেন তিনি ৷