"মাকে যখন অন্য হিরোর সঙ্গে দেখি"....কথা বলতে বলতে আবেগতাড়িত হলেন মিঠুন পুত্র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সাংসারিক জীবনে তিনি খুবই সফল৷ চার সন্তান নিয়ে তিনি সুখে শান্তিতে মিঠুন ঘরণী হয়ে কাটাচ্ছেন৷ এর আগে তিনি কিশোর কুমারকে বিয়ে করলেও বেশি দিন সংসার করতে পারেননি৷
advertisement
1/8

মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমাশি চক্রবর্তী ব্যাড বয় ছবির মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন। এ ছবিতে মিঠুনও রয়েছেন৷ ছবিতে একটি গান 'জানবে আলি'-তে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে৷ এই ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। নমাশি আপাতত তাঁর দ্বিতীয় ছবির জন্য অপেক্ষা করছেন।
advertisement
2/8
এই সবের মধ্যেই খোলামেলা ভাবে তাঁর মা, অভিনেত্রী যোগিতা বালিকে নিয়ে কথা বললেন নমাশি। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি জানান যে সকলে তাঁর কাছে বাবার কথা জিজ্ঞাসা করেন কিন্তু তিনি চান যে লোকে তাঁর মায়ের কথাও তাঁর থেকে জিজ্ঞাসা করুন৷ কারণ তাঁর বাবা মিঠুন যেমন খুবই প্রতিষ্ঠিত অভিনেতা, তাঁর মা যোগিতা বালিও ছিলেন নামী নায়িকা৷
advertisement
3/8
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কথোপকথনে নমাশি চক্রবর্তী তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অনেক কথা বলেছেন। এ সময় তাঁকে যখন প্রশ্ন করা হয়, কেন তিনি তাঁর মায়ের সঙ্গে তার সম্পর্কের কথা বলেন না? এ নিয়ে নমাশি খুব নজরকাড়া জবাব দিয়ে ভক্তদের মন জয় করেছেন।
advertisement
4/8
অভিনেতা বলেন, 'অধিকাংশ মানুষ আমাকে শুধু আমার বাবা সম্পর্কে প্রশ্ন করেন।আমার মা তাঁর সময়ের একজন দুর্দান্ত অভিনেত্রী হলেও কেউ কখনও আমার মায়ের কথা বলেনি। কিন্তু প্রায়ই মানুষ শুধু বাবা সম্পর্কে জানতে চায়। আমার মায়ের সঙ্গে আমার খুব বিশেষ সম্পর্ক রয়েছে। একটা আলাদা বন্ধন আছে। তিনি আমাদের পরিবারকে এক করে রেখেছেন।
advertisement
5/8
১৩ আগস্ট ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন যোগীতা বালি৷ ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের পা রাখেন তিনি৷ কারণ তিনি ছিলেন বিখ্যাত অভিনেত্রী গীতা বালির ভাগ্নি। এ ছাড়া তাংর বাবা যশবন্তও বলিউডের সহকারী হিসেবে কাজ করেছেন। যোগীতা বালির বলিউডে অভিষেক হয় ১৯৭১ সালে 'পার্বনা' ছবির মাধ্যমে।
advertisement
6/8
যোগীতা বালি বলিউডে কাজ করেছেন, বেশ কয়েকটি ভাল ছবিতে তিনি কাজ করেছেন৷ তিনি অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, দেব আনন্দ, সঞ্জীব কুমার, রাজেশ খান্না, রণধীর কাপুর এবং সুনীল দত্তের মতো প্রবীণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন৷ তবে এটাও ঠিক তিনি যে অবস্থানটি অর্জন করতে চেয়েছিলেন তা অর্জন করতে পারেননি।
advertisement
7/8
তবে সাংসারিক জীবনে তিনি খুবই সফল৷ তিন সন্তান নিয়ে তিনি সুখে শান্তিতে মিঠুন ঘরণী হয়ে কাটাচ্ছেন৷ এর আগে তিনি কিশোর কুমারকে বিয়ে করলেও বেশি দিন সংসার করতে পারেননি৷ তারপর মিঠুনের সঙ্গে বিয়ে হয় যোগীতা বালির৷ তারপর থেকেই তিনি পাক্কা সংসারি৷ ছেলে-মেয়ে বড় করা থেকে মিঠুনের ঘর সামলাচ্ছেন তিনি৷
advertisement
8/8
যদিও অভিনেতা পরিবারের মধ্যেই বড় হয়েছেন নমাশি, তবুও খুব সাধারণভাবে অন্য ছেলেমেয়েদের মতো তাঁদের বড় করেছেন যোগীতা বালি ও মিঠুন৷ তাই তো ছেলে বলেন যে মাকে অন্য হিরোর সঙ্গে দেখলে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন!