TRENDING:

Mithun Chakraborty Love Life: প্রেমে আঘাত, প্রথম বিয়ে ৪ মাসে শেষ, মিঠুনের ব্যক্তিগত জীবনে একের পর এক নাটক

Last Updated:
Mithun Chakraborty Love Life: একাধিক নারীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে৷ কখনও প্রেমে, কখনও বিয়েতে শিরোনাম ছিনিয়ে নিয়েছে৷
advertisement
1/13
প্রেমে আঘাত, প্রথম বিয়ে ৪ মাসে শেষ, মিঠুনের ব্যক্তিগত জীবনে একের পর এক নাটক
Mithun Chakraborty Love Life: অভিনেতা হিসেবে বছরের পর বছর বিনোদন দুনিয়ায় রাজ করেছেন মিঠুন চক্রবর্তী৷ মৃগয়া সিনেমা দিয়ে পথ চলা শুরু করে তিনি যখন যে ধরণের সিনেমায় করেছেন নিজের সেরা পারফরম্যান্স দিয়েছেন৷ তবে যত সফল তিনি অভিনেতা হিসেবে ঠিক ততটাই বিতর্কিত তাঁর প্রেম জীবন৷ একাধিক নারীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে৷ কখনও প্রেমে, কখনও বিয়েতে শিরোনাম ছিনিয়ে নিয়েছে৷
advertisement
2/13
মিঠুনের বলিউডের প্রথম প্রেম তাঁর কোনও স্ত্রী নয়৷ তিনি সারিকার সঙ্গে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন৷ তাঁদের মধ্যে প্রেমও হয়েছিল৷ তবে বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই প্রেম৷
advertisement
3/13
অর্থাৎ বলিউডে মিঠুনের প্রথম প্রেম অপূর্ণ থেকে গিয়েছিল৷ এরপরে মিঠুনের প্রথম বিয়ের অভিজ্ঞতাও খুব একটা ভাল নয়৷  তিনি বিয়ে করেছিলেন এক মডেল ও অভিনেত্রী হেলেনাকে৷ Photo- Collected
advertisement
4/13
এই বিয়ে অবশ্য মাত্র ৪ মাস টিকেছিল৷ ১৯৭৯ সালে তিনি হেলেনা লিউককে বিয়ে করার পরই শেষ হয়ে গিয়েছিল সম্পর্কটি৷ বলিউড গসিপ অনুসারে জাভেদ খানের সঙ্গে পাঁচ বছরের পুরনো সম্পর্কে ফিরে গিয়েছিলেন হেলেনা৷ Photo- Collected
advertisement
5/13
এরপর এই বছর অর্থাৎ ১৯৭৯ সালেই নিজের দ্বিতীয় বিয়ে সেরে নেন৷ যে বউয়ের সঙ্গে তিনি ঘর করছেন আজও৷ Photo- Collected
advertisement
6/13
ইনি যোগিতা বালী৷ কিশোর কুমারের চতুর্থ স্ত্রী , মিঠুনের দ্বিতীয় স্ত্রী হন৷ এরপর হেলেনা অবশ্য অভিযোগ করেছিলেন মিঠুন এমন পুরুষ যিনি নিজের স্বার্থের জন্য নিজের স্ত্রীদের ব্যবহার করেন৷ তাঁর সঙ্গে ঘর করা যায় না৷
advertisement
7/13
স্বাভাবিক ভাবেই কোনও মানুষের দুই স্ত্রীয়ের মধ্যে সম্পর্ক ভাল হয় না, এখানেও যোগিতা বালী মোটেই হেলেনার কথা মেনে নেননি৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন হেলেনাকে তিনি ঘেন্না করেন৷
advertisement
8/13
তবে যে যোগিতা বালী নিজের স্বামীকে নিয়ে দারুণ দারুণ সার্টিফিকেট দিয়েছিলেন তাঁর সঙ্গে বিয়ের পরেও ফের নতুন সম্পর্কে জড়ান মিঠুন চক্রবর্তী৷ তাঁর জীবনে আসেন  বলিউডে সুপার হট হিরোইন শ্রীদেবী৷
advertisement
9/13
শ্রীদেবীর সঙ্গে প্রেম এতটাই তীব্র হয়েছিল ফের বিয়ে করেন মিঠুন ৷  লুকিয়ে শ্রীদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল সুপারস্টার অভিনেতার৷
advertisement
10/13
কিন্তু যোগিতা বালীকে জীবন থেকে সরাতে পারবেন না এই কথা শ্রীদেবীকে স্পষ্ট করে দিয়েছিলেন মিঠুন৷
advertisement
11/13
এরপর এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন শ্রীদেবী৷ যোগিতা বালীর সঙ্গে তাঁর থাকা নিয়ে কোনও দ্বিতীয় অপশন বাছেননি মিঠুন৷ 
advertisement
12/13
যোগিতা বালীর সঙ্গে মিঠুন বিয়ে সবসময়েই সামলে রেখে গেছেন৷
advertisement
13/13
মিঠুন ও যোগিতার চার সন্তান রয়েছে৷ যার মধ্যে তিনটি ছেলে রয়েছে এবং এক কন্যা সন্তান রয়েছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mithun Chakraborty Love Life: প্রেমে আঘাত, প্রথম বিয়ে ৪ মাসে শেষ, মিঠুনের ব্যক্তিগত জীবনে একের পর এক নাটক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল