সামনেই পঞ্চায়েত ভোট! তার আগেই দুই ভিন্ন দলের নেতা দেব-মিঠুন একসঙ্গে পুজো সারলেন বেনারস মন্দিরে
- Published by:Aryama Das
Last Updated:
তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী একই সঙ্গে বেনারস মন্দিরে পুজো দিচ্ছেন৷ সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই দুই প্রার্থীর একসঙ্গে পুজো দেওয়া সত্যিই দৃষ্টান্ত তৈরি করেছে৷
advertisement
1/6

আবার একই পর্দায় মিঠুন চক্রবর্তী এবং দেব। বাংলা সিনেমায় এ বার দু’জনকে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে । সিনেমার নাম 'প্রজাপতি '। (ছবি : ফেসবুক)
advertisement
2/6
শনিবার সকাল ১২ টায় সিনেমার একটি গান মুক্তি পাবে। প্রথম গান "তুমি আমার হিরো"-কে ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ জানান দেব। নেটমাধ্যমে তাঁর পোস্ট ইতিমধ্যেই হু হু করে ভাইরাল৷ (ছবি : ফেসবুক)
advertisement
3/6
তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী একই সঙ্গে বেনারস মন্দিরে পুজো দিচ্ছেন৷ সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই দুই প্রার্থীর একসঙ্গে পুজো দেওয়া সত্যিই দৃষ্টান্ত তৈরি করেছে৷ (ছবি : ফেসবুক)
advertisement
4/6
প্রজাপতি শব্দটার মধ্যে শুভ বন্ধন ও পরিণয়ের ইঙ্গিত থাকে। দুষ্টু মিষ্টি প্রেম এবং সেই প্রেমের কাহিনীকে অবলম্বন করে তৈরি হয়েছে ছবির গল্প। ছবির মুখ্য চরিত্র মিঠুন চক্রবর্তী এবং দেব। (ছবি : ফেসবুক)
advertisement
5/6
ছবি নিয়ে বেশ আশাবাদী পরিচালক থেকে কলাকুশলীরা। (ছবি : ফেসবুক)
advertisement
6/6
এই ছবি ঘিরে দর্শকের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। (ছবি : ফেসবুক)