‘৪ মাসের অপেক্ষা শেষ’, বাচ্চা কোলে ছবি দিলেন মিমি!
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
তবে সম্প্রতি মিমির ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই সবাই একেবারে অবাক ৷
advertisement
1/5

অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ ৷ যখনই যা করেন, টুক করে তার ছবি আপলোড করে দেন ইনস্টাগ্রামে ৷ আর তাই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে ৷ Photo: Instagram
advertisement
2/5
তবে সম্প্রতি মিমির ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই সবাই একেবারে অবাক ৷ সবার মুখে প্রশ্ন? এই বাচ্চাটি কে?
advertisement
3/5
আসলে, মিমি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এক বাচ্চাকে কোলে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন৷ আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু৷
advertisement
4/5
তবে ছবি পোস্ট করে মিমি লিখেছেন, ‘৪ মাসের অপেক্ষা শেষ, অনেক অপেক্ষা করেছি ৷’ মিমি পোস্টে আরও লিখলেন, ‘আমি এখনও ভাবতেই পাচ্ছি না দিদিভাই ৷ আমি মাসি হয়ে গিয়েছি আর তুমি মা !’
advertisement
5/5
সম্প্রতি নুসরত জাহানও একটি বাচ্চাকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ বাচ্চাটি আসলে বেলুন বিক্রেতা ৷ সেই ছবি দেখেও নেটিজেনরা প্রশংসা করেছেন নুসরতের ৷