Mimi Chakraborty: ঘূর্ণিঝড় ইয়াসের পর অসহায় মানুষের পাশে থাকলেন মিমি চক্রবর্তী
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
দক্ষিণ ২৪ পরগোনার একাধিক এলাকার মানুষের পাশে থাকলেন সাংসদ মিমি।
advertisement
1/5

একে করোনায় নাজেহল রাজ্যের মানুষ। চলছে লকডাউন। তার মধ্যেই থাবা বসিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসে বিপর্যস্ত হয়েছে বহু মানুষের জীবন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এবার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী। আমফানের সময়েও তিনি ছিলেন মানুষের পাশে।
advertisement
2/5
ট্যুইটারে মিমি এই ছবি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন এই দূর্যোগের পর তিনি ও তাঁর দল মানুষের পাশে আছে। আজ নিজের এলাকার মানুষের সঙ্গে দেখা করেন তিনি। আগামী কর্মসূচি নিয়ে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন।
advertisement
3/5
রিলিফ সেন্টারে গিয়ে সব কিছু খতিয়ে দেখেন মিমি।
advertisement
4/5
নিজের তদারকিতে রান্না করান। খাবার, জল, চিকিৎসা সব কিছু ঠিক মতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন।
advertisement
5/5
দক্ষিণ ২৪ পরগোনার একাধিক এলাকার মানুষের পাশে থাকলেন সাংসদ মিমি। তাঁর এই কাজের প্রশংসা করেছেন অনেকেই।