Michael Jackson: খুন হয়েছিলেন মাইকেল! ১৯টি জাল আইডি দিয়ে মাদক কিনেছিলেন! সামনে এলো তথ্য!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Michael Jackson: মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে আজও রহস্য রয়েছে। এবার সামনে এলো ভয়াবহ তথ্য ! সব রহস্য ফাঁস! জানুন
advertisement
1/5

২০০৯ সালের ২৫ জুন গোটা বিশ্বের মন খারাপ হয়েছিল। কার ওই দিন প্রয়াত হন আমেরিকার জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসন। কিন্তু মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে সে সময় নানা রহস্য তৈরি হয়। ২৯ অগাস্ট তাঁর জন্মদিন ছিল। এবার প্রকাশ্যে আসে তাঁর মৃত্যু নিয়ে একটি চমক দেওয়া তথ্যচিত্র! সেখান থেকে ভয়াবহ সব তথ্য উঠে আসছে। (photo source collected)
advertisement
2/5
জানা যায় মাদক কেনার জন্য ১৯টি জাল আইডি ব্যবহার করেছিলেন মাইকেল জ্যাকসন। (photo source collected)
advertisement
3/5
মাইকেল জ্যাকসন নিজের বাড়িতেই নিথর হয়ে পড়ে ছিলেন। অ্যানেস্থেটিক প্রোপপফোলের মতো ওষুধ অতিরিক্ত মাত্রায় নেওয়াতেই তাঁর মৃত্যু হয়। জানা চিকিৎসক কনরাড মারের নির্দেশেই ওষুধ খেতেন মাইকেল! (photo source collected)
advertisement
4/5
মাইকেলের মৃত্যুকে খুন হিসেবে রায় দেওয়া হয়েছিল। এবং ওই চিকিৎসকের অনিচ্ছাকৃত খুনের দায়ে চার বছর জেল হয়েছিল। (photo source collected)
advertisement
5/5
সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে ‘টিএমজেড ইনভেস্টিগেটস: হু রিয়েলি কিলড মাইকেল জ্যাকসন’। তথ্যচিত্রে সে সব তথ্যই উঠে আসবে দর্শকের সামনে। তবে মাইকেলের ওষুধ এবং ড্রাগ নেওয়ার পিছনে অনেকের হাত ছিল। এই তথ্য চিত্রে উঠে আসবে আসল খুনি কে? সেই তথ্যই! (photo source collected)