Mia Khalifa: নকল স্তন! শরীরের নকল অংশ নিয়ে ভিডিও শেয়ার করলেন পর্ন তারকা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Mia Khalifa: ভিডিও প্রকাশ্যে সতেই শোরগোল শুরু। এতদিন কেন বলেননি এই সত্যি। তবে কী এবার কমবে তাঁর ভক্তের সংখ্যা?
advertisement
1/5

বুঝুন কাণ্ড। মিয়া খালিফার স্তন নাকি নকল? মিয়া খালিফা এমন একটা নাম যাকে প্রায় সকলেই চেনেন। নীল ছবি জগতের রানি তিনি। তবে আজকাল আর পর্নগ্রাফি অভিনয় করছেন না তিনি। নিজের ভিডিও বানিয়ে ভ্লগ তৈরি করেছেন। সেখানেই এক ভয়ানক তথ্য ফাঁস করলেন তিনি। photo source collected
advertisement
2/5
মিয়ার রূপের ভক্ত অনেকেই। সেই শরীরটাই যদি নকল হয়! তবে তো ভয়ানক ব্যাপার। হ্যাঁ সেটাই বললেন মিয়া। photo source collected
advertisement
3/5
বহুদিন ধরেই বলিউডে বা সিনেমায় অভিনয় করতে চাইছেন তিনি। কিন্তু এখনও তেমন কিছু জোটেনি তাঁর ভাগ্যে। যদিও তিনি প্রথম নন। পর্ন দুনিয়া ছেড়ে বলিউডে অভিনয়ে মন জিতেছেন সানি লিওন। সেই পথেই হাঁটতে চাইছেন মিয়া। photo source collected
advertisement
4/5
সম্প্রতি টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে মিয়া খালিফা বলছেন, তাঁর স্তন আসলে নকল। মোটেই এমন বক্ষযুগল নেই তাঁর। photo source collected
advertisement
5/5
আসলে লাখ লাখ টাকা খরচ করিয়ে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই কথা জানার পর বেশ কিছুটা আশাহত হয়েছেন তাঁর ভক্তরা। photo source collected