Masaba Gupta:'মায়ের মতো বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়ার সাহস নেই', বলেছিলেন মাসাবা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মায়ের কাছেই মাসাবার বড় হওয়া। বাবা ভিভের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া।সেই মাসাবাই কিন্তু একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, '' মায়ের মতো বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়ার সাহস নেই''
advertisement
1/8

মাসাবা পরেছেন ফ্লোরাল প্রিন্টের সর্ত বডি-হাগিং ড্রেস, সঙ্গে টিম-আপ করেছেন ব্লেজার
advertisement
2/8
ভিভ রিচার্ডস আর নীনা গুপ্তা-র সন্তান মাসাবা বেছে নিয়েছেন সবুজের ওপর হালকা গোলাপি ফুলেল নকশার ফ্রক, সঙ্গে হালফ্যাশনের সোনার গয়না
advertisement
3/8
লাল ওয়ান-শোল্ডার ফ্রকে মাসাবা
advertisement
4/8
ফ্যাশন ডিজাইনার-অভিনেত্রী হিসেবে মাসাবার জনপ্রিয়তা তুঙ্গে
advertisement
5/8
মায়ের কাছেই মাসাবার বড় হওয়া। বাবা ভিভের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া।সেই মাসাবাই কিন্তু একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, '' মায়ের মতো বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়ার সাহস নেই''
advertisement
6/8
'' মায়ের মতো বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়ার সাহস নেই''... কেন এমন কথা বলেছিলেন মাসাবা? তিনি একটি সাক্ষাৎকারে জানান, ‘‘বিবাহ-বহির্ভূত সন্তান হিসেবে বেড়ে ওঠার সময়ে বরাবরই আমাকে, আমার মাকে শুনতে হয়েছে, আমরা অতিরিক্ত আধুনিক। মায়ের মতো বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়ার সাহস তাই আমার নেই।’’
advertisement
7/8
মাসাবা জানান, ৮ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত বাবা ভিভ রিচার্ডসের সঙ্গেই দারুণ কেটেছে তাঁর ছুটির দিনগুলো। সে সময়ে ধারাভাষ্যের কাজে গোটা বিশ্বে ঘুরতেন ভিভ। প্রায়ই চলে আসতেন ভারতেও।
advertisement
8/8
ছোট্ট মাসাবার এমনিতে বাবার সঙ্গে থাকার সুযোগ হয়নি সে ভাবে। মা নীনা গুপ্তার কাছেই বড় হওয়া। তবে স্কুলের ছুটি পড়লেই বেরিয়ে পড়তেন মাসাবা আর ভিভ