TRENDING:

Mallika Sherawat: 'ভিগে হোঁট তেরে' নায়িকাকে দেখে ঝড় উঠেছিল পুরুষ-হৃদয়ে, সেই মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? বিশ্বাস হবে না!

Last Updated:
Mallika Sherawat: এক সময় পুরুষ-হৃদয়ে ঝড় তোলা সেই নায়িকা মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? তিনি কি আর কখনও বলিউডে কাজ করবেন না?
advertisement
1/11
'ভিগে হোঁট তেরে' নায়িকাকে দেখে ঝড় উঠেছিল পুরুষ-হৃদয়ে! সেই মল্লিকা এখন কোথায়?
এক কালে প্রায় রোজই কোনও না কোনও কারণে সংবাদ শিরোনামে দেখা যেত মল্লিকা শেরাওয়াতকে। এমনকী নায়িকার অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য দর্শকের স্মৃতিতে এখনও টাটকা।
advertisement
2/11
ইমরান হাশমির সঙ্গে মল্লিকার উষ্ণ সমীকরণ সে কালে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিল। যদিও এখন আর সে ভাবে বড় পর্দায় দীর্ঘদিন দেখা যায় না তাঁকে।
advertisement
3/11
এক সময় পুরুষ-হৃদয়ে ঝড় তোলা সেই নায়িকা মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? তিনি কি আর কখনও বলিউডে কাজ করবেন না?
advertisement
4/11
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল মল্লিকার। তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও ইনস্টাগ্রামের পাতায় তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝেই নানা ধরনের রিল পোস্ট করেন অভিনেত্রী।
advertisement
5/11
এক সংবাদপত্রের ইন্টারভিউতে মল্লিকাকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়, তাঁর হাতে কি কোনও কাজ নেই? চাঁচাছোলা ভাষায় মল্লিকার উত্তর, “অনেক হিরোরাই রাতে দেখা করার জন্য বলতেন। আমি প্রশ্ন করতাম কেন আমি রাতে দেখা করতে যাব? আমায় এমনটাও শুনতে হয়েছে যেহেতু সিনেমায় আমি অনেক বোল্ড দৃশ্যে অভিনয় করেছি। সেখানে রাতে দেখা করতে আমার কী অসুবিধা! আমার হাত থেকে কাজ চলে গিয়েছে কারণ বড় বড় নায়কদের সঙ্গে আপোস করতে রাজি হইনি। আমি এমনটা নই। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছি বলে নায়কদের এই ভাবনা চিন্তা আমি কখনও মেনে নিতে পারিনি।”
advertisement
6/11
প্রথম ছবি 'মার্ডার' মুক্তি পাওয়ার দু'বছরের মধ্যে 'সিরিয়াল কিসার' হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলি অভিনেতা ইমরান হাশমি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রায় হইচই ফেলে দেয় সেই সময়। সে ছবিতে প্রচুর যৌন অনুষঙ্গ এবং মুহুর্মুহু চুম্বনের দৃশ্য ছিল ইমরান ও মল্লিকা শেরাওয়াতের।
advertisement
7/11
পর্দায় তাঁদের রসায়ন নিয়ে বিস্তর কথা হয়। যদিও পরবর্তী কালে এক সাক্ষাৎকারে তাঁর প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে ভালমন্দ কথা বলেন ইমরান। অভিনেতা বলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তাঁর জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। শুধু তা-ই নয়, মল্লিকার হলিউড সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেতা।
advertisement
8/11
করণ জোহরের শোয়ে এসে মল্লিকাকে 'ব্যাড কিসার'-এর তকমা দেন ইমরান। এমনকি, মল্লিকাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপও করেন। পরে কর্ণের শোয়ে এসে মল্লিকাও পাল্টা জবাব দেন। কিন্তু ইমরান হাশমি বলিউডে একের পর এক হিট দিয়েও গেলেও হারিয়ে যান মল্লিকা। দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা মল্লিকা কি ফের বলিউডে ফিরবেন?
advertisement
9/11
মল্লিকার ফ্যানেদের জন্যই রয়েছে একটি বিশেষ ও বড় খবর। কারণ প্রায় দু'দশক পর ফের হিন্দি ছবির পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত।
advertisement
10/11
রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ছবি 'ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও' ছবিতে এক আধুনিক মহিলার চরিত্রে দেখা যাবে মল্লিকাকে।
advertisement
11/11
সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এবং নজর কেড়েছেন মল্লিকা। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর, ২০২৪।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mallika Sherawat: 'ভিগে হোঁট তেরে' নায়িকাকে দেখে ঝড় উঠেছিল পুরুষ-হৃদয়ে, সেই মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? বিশ্বাস হবে না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল