TRENDING:

Mallika Sherawat: বি-টাউনের চুম্বন রানি মল্লিকা শেরাওয়াত ! গোয়ায় সমুদ্র সৈকতে হট বিকিনিতে আগুন ধরালেন নায়িকা

Last Updated:
Mallika Sherawat: বহুদিন সিনেমা থেক দূরে! কি করছেন বি-টাউনের হট নায়িকা মল্লিকা শেরাওয়াত?
advertisement
1/9
ফিরে এলেন বি-টাউনের চুম্বন রানি মল্লিকা শেরাওয়াত ! বিকিনিতে মাত গোয়া
Mallika Sherawat বলিউডের অন্যতম হট নায়িকা তিনি। মল্লিকাকে এক সময় বলা হত কিসিং গার্ল। ইমরান হাশমির সঙ্গে তাঁর ছবি 'মার্ডার'-এর হট দৃশ্য ভোলার নয়। তবে বেশ কিছুদিন ধরেই বলিউডে দেখা নেই তাঁর। এবার সমুদ্র পোশাকে ফিরলেন নায়িকা।
advertisement
2/9
মল্লিকা শেরাওয়াত হট পোশাকে সব সময় সাহসী অবতারে ধরা দেন। বিকিনিতে এই ফটোশ্যুটেও সাবলীল মল্লিকা।
advertisement
3/9
সমুদ্রে গিয়ে বিকিনি না পরলে আর কিসের ফ্যাশন! মল্লিকাও জানেন এ কথা। আর সেই জন্যই একের পর এক হট বিকিনিতে ধরা দিলেন তিনি।
advertisement
4/9
হলুদ বিকিনিতে মোহময়ী মল্লিকার ছবিতে মেতে নেট দুনিয়া। এই ছবি তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল।
advertisement
5/9
চেক ও ফ্লোরাল পোশাকে হট অ্যান্ড বোল্ড মল্লিকা শেরাওয়াত। মল্লিকা এখন আর ছবি করেন না। বলিউডের সিনেমার ভাষা বদলেছে অনেকটাই। নতুনরা জায়গা করে নিচ্ছেন। সেই কারণেই কী দূরে সরে যাচ্ছেন বোল্ড অ্যান্ড হট মল্লিকা?
advertisement
6/9
যদিও সে উত্তর অজানা।  তবে সোশ্যাল মিডিয়ায় নিজের ছাপ রাখতে ভোলেননি নায়িকা। সমুদ্র পোশাকে একের পর এক ছবি দিয়ে মাতিয়ে দিয়েছেন নেট দুনিয়া। 
advertisement
7/9
ছবিতে না থাকলেও মল্লিকা বুঝিয়েছেন তাঁকে টেক্কা দেওয়া মুশকিল। বিকিনি সঙ্গে চেক শার্টে নতুন লুক ক্রিয়েট করেছেন মল্লিকা শেরাওয়াত।
advertisement
8/9
জল এবং মল্লিকার শরীর। মিলেমিশে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। তবে মল্লিকা কবে ফের সিনেমায় ফিরবেন, তা নিয়ে কিছুই জানাননি তিনি। 
advertisement
9/9
আপাতত মল্লিকা শেরাওয়াতের বিকিনি হট ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mallika Sherawat: বি-টাউনের চুম্বন রানি মল্লিকা শেরাওয়াত ! গোয়ায় সমুদ্র সৈকতে হট বিকিনিতে আগুন ধরালেন নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল