Bollywood Gossip: খুনসুঁটি ঠাসা স্মৃতির পাতা! বাবার সঙ্গে মালাইকার ১০ ছবি ভাইরাল, ৪ নম্বর ছবিটি আপনাকেও কাঁদাবে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Malaika Arora's Photos With Her Fathers Viral Photo: মালাইকা এবং তার বাবার ১০টি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, যার মধ্যে দুটি ছবি খুব বিশেষ।
advertisement
1/12

*বুধবার মালাইকা অরোরার বাবা অনিল অরোরার ছ'তলা থেকে পড়ে মৃত্যু হয়। মৃত্যুর এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তারপর থেকেই মালাইকা এবং তাঁর বাবার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যে ছবিগুলি থেকে দু'জনের বন্ধন স্পষ্ট।
advertisement
2/12
*বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের তালিকায় রয়েছে মালাইকা অরোরা। বুধবার সকালে বাবার মৃত্যুর খবর out@malaikaaroraofficial পেজে আসার সঙ্গে সঙ্গেই শোকের পাহাড় নেমে আসে তাঁর উপর।
advertisement
3/12
*মালাইকার বাবা অনিল অরোরা ছ'তলা থেকে পড়ে মারা যান। জানা গিয়েছে, ষষ্ঠ তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেত্রীর বাবা। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু মেয়ের জন্য তাঁর বাবার এমন ম্রিত্যুর থেকে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে! (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
4/12
*এই খবর প্রকাশ্যে আসতেই মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানও তাঁর বাড়িতে পৌঁছে যান। মালাইকার বাড়িতে পৌঁছে যান তাঁর সহকর্মীরা। অভিনেত্রীর বাড়িতে পৌঁছতে শুরু করেন তাঁর নিকটআত্মীয়রা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
5/12
*মালাইকা এবং তার বাবার ১০টি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, যার মধ্যে দুটি ছবি খুব বিশেষ। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
6/12
*এই দুটি বিশেষ ছবিতে বাবার সঙ্গে দেখা যাচ্ছে মালাইকাকে। বাকি ছবিতে গোটা পরিবারকে একসঙ্গে দেখা যাচ্ছে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
7/12
*সূত্রের খবর, গত বছর থেকেই অসুস্থ ছিলেন অনিল অরোরা। গত বছর হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন তা এখনও জানা যায়নি। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
8/12
*পঞ্জাবের ফাজিকা জেলার বাসিন্দা ছিলেন অনিল অরোরা। তিনি ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে কাজ করতেন। পঞ্জাবি হিন্দু পরিবারে জন্ম হলেও অনিল অরোরা খ্রিস্টধর্মের জয়েস পলিকার্পের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
9/12
*বহু বছর আগে মালয়ালি খ্রিস্টান স্ত্রী জয়েস পলিকার্পের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অনিলের। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
10/12
*কথিত আছে, মালাইকার যখন ১১ বছর বয়স, তখন তাঁর বাবা-মা আলাদা হয়ে যান এবং তার মা একাই দুই মেয়েকে বড় করেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)*কথিত আছে, মালাইকার যখন ১১ বছর বয়স, তখন তাঁর বাবা-মা আলাদা হয়ে যান এবং তার মা একাই দুই মেয়েকে বড় করেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
11/12
*মালাইকা এবং তার বোন অমৃতা অরোরা দুজনেই অভিনয়ে কেরিয়ার গড়েছেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)
advertisement
12/12
*মালাইকা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল হওয়া এই সমস্ত পুরানো ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলি তিনি ফাদার্স ডে বা তাঁর বাবার জন্মদিনে শেয়ার করেছেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম @malaikaaroraofficial)