আসমুদ্র হিমাচলের রাতের ঘুম কাড়েন 'বলিউডের মুন্নি', মালাইকার গ্ল্যামারের রহস্য কী? সিক্রেট ফাঁস
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মালাইকার ফিট থাকার নেপথ্যে দই-ভাতের বড় ভূমিকা রয়েছে
advertisement
1/7

ফিগার আর গ্ল্যামারে পঞ্চাশ ছুঁইছুঁই মালাইকা অরোরা এখনও বলিউডের কচিকাঁচাদের বলে বলে গোল মারতে পারেন
advertisement
2/7
মালাইকার এহেন গ্ল্যামারের রহস্য কী? সুন্দরী নিজেই জানান, প্রতিদিন সকালে উঠে এক গ্লাস হালকা গরম জলে লেবু মিশিয়ে পান করেন। এই ডিটক্স ওয়াটার তাঁর শরীর ভিতর থেকে পরিষ্কার করে, মুখে বয়সের ছাপ কম পড়ে।
advertisement
3/7
মুখ থেকে মেকআপ তোলার সময় ডাবল ক্লিঞ্জিং পদ্ধতি ব্যবহার করেন মালাইকা। যাতে মুখে মেকআপের ছিটে-ফোঁটাও অবশিষ্ট না থাকে। মুখে মেকআপের অবশিষ্ট থাকলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শ্যুটিং থেকে ফেরার পর যতই ক্লান্ত থাকুন না কেন, মেকআপ তুলতে একদম দেরি করেন না তিনি।
advertisement
4/7
কোনও সিন্থেটিক কসমেটিক্স নয়, অরগ্যানিক মেক-আপ প্রডাক্ট ব্যবহার করেন মালাইকা
advertisement
5/7
মালাইকাকে চিরতারুণ্য দিয়ে রেখেছে জল! ঋতু যাই হোক না কেন, নিয়ম মেনে প্রচুর জলপান করতে ভোলেন না তিনি। জল খেলে ত্বক ভিতর থেকে আর্দ্র থাকে
advertisement
6/7
মালাইকার ফিট থাকার নেপথ্যে দই-ভাতের বড় ভূমিকা রয়েছে
advertisement
7/7
১৮ বছর দাম্পত্যের পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ ঘটে মালাইকার। তার পরেই অর্জুনের সঙ্গে সম্পর্ক