৭ বছর বাদে পর্দায় বরুণ-কৃতি জুটি, 'ভেড়িয়া'-র প্রচারে কৃতি শ্যাননের নজরকাড়া লুক ভাইরাল
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মঙ্গলবার 'ভেড়িয়া'-র প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন। আরও বড় চমক, সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন খোদ টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
advertisement
1/10

আপাতত কৃতি ব্যস্ত আগামী ছবি 'ভেড়িয়া'র প্রচারে!
advertisement
2/10
মঙ্গলবার ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন। আরও বড় চমক, সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন খোদ টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
advertisement
3/10
'ভেড়িয়া' নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে! ‘দিলওয়ালে’র প্রায় সাত বছর পর আবার বড় পর্দায় বরুণ-কৃতি জুটি
advertisement
4/10
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে 'ভেড়িয়া'-রা ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, রাতে ঘুমের মধ্যে বরুণের প্যান্ট ফুঁড়ে গজিয়ে উঠছে হিংস্র নেকড়ের মতো লেজ। সারা শরীরে খেলে যাচ্ছে বিদ্যুৎতরঙ্গ। বরুণের শরীরে ভর করছে কোনও এক মানুষখেকো নেকড়ে।
advertisement
5/10
কৃতি পঞ্জাবি। মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
advertisement
6/10
নয়ডার জেপি ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি থেকে বি.টেক পাশ করেন কৃতি।
advertisement
7/10
কলেজে থাকতেই মডেলিং করতেন, সঙ্গে ছিল অসংখ্য বিজ্ঞাপনী ছবির কাজ। সেখান থেকেই বলিউডে প্রবেশ করেন কৃতি
advertisement
8/10
২০১৪ সালে ‘হিরো পান্তি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় কৃতির
advertisement
9/10
পারফিউমের মারাত্মক শখ রয়েছে নায়িকার
advertisement
10/10
শাস্ত্রীয় নৃত্যে দক্ষতা রয়েছে এই নায়িকার। অবসর সময়ে নাচ ছাড়াও রান্না করতে, কবিতা লিখতে পছন্দ করেন তিনি।