Gourab Chatterjee-Devlina Kumar: উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো! দায়িত্ব সামলে মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন গৌরব-দেবলীনা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
উত্তম কুমারের বাড়ির পুজোর সমস্ত নিয়ম কানুন মেনে পুজোর সব কাজ সামাল দিয়েছেন নাতি গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা।
advertisement
1/8

কোজাগরী লক্ষ্মী পুজোয় একেবারে অন্যরূপে ধরা দিলেন দেবলীনা কুমার ও গৌরব। উত্তম কুমারের বাড়ির পুজোর সমস্ত নিয়ম কানুন মেনে পুজোর সব কাজ সামাল দিচ্ছেন নাতি গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা।
advertisement
2/8
লাল শাড়ি সোনালী পাড়, মাথায় ফুল সঙ্গে সামঞ্জস্য রেখে মানাসই গয়নায় লক্ষ্মী পুজোর সন্ধ্যায় সেজে উঠেছিলেন দেবলীনা। সঙ্গে ধুতিতে পরে একেবারে সাবেকি লুকে গৌরব। তাঁর সঙ্গে নানা পোজে ছবি তুলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
advertisement
3/8
দেবলীনার কাঁধে দুই বাড়ির দায়িত্ব। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি দুই বাড়িতেই সমান ভূমিকা তাঁর।
advertisement
4/8
কোজাগরী লক্ষ্মী পুজোয় আগের দিন থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় চট্টোপাধ্যায় বাড়িতে। বরণ করা থেকে মঙ্গলঘটে জল ভরা নানা উপাচার সবটাই নিজে হাতে করে করেছেন অভিনেত্রী।
advertisement
5/8
লক্ষ্মী পুজো চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে দেবলীনার। কোজাগরী লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে নিজের হাতে সাজিয়েছেন গৌরব-পত্নী।
advertisement
6/8
শনিবার বাপের বাড়ির পুজোর পর আবার শ্বশুরবাড়িতে চলে আসেন তিনি। ধুমধাম করে মহানায়কের বাড়িতেও হয়েছে লক্ষ্মীপুজো।
advertisement
7/8
সোনালি জড়ির কাজ করা লাল শাড়ির, মাথায় ফুল সঙ্গে হালকা গয়নায় অপরূপা নায়িকা।
advertisement
8/8
সাদা লাল পাড় শাড়িতে খুব সিম্পল লুকে ফ্রেম বন্দি দেবলীনা।