advertisement
1/11

শেষ হয়ে গিয়েছে কফি উইথ করণ সিজন ৬৷ দেওয়া হয়ে গিয়েছে এই সিজনের সেরাদের পুরস্কার৷ তবে সকলের প্রশ্ন ছিল একটাই৷ কী রয়েছে কফি হ্যাম্পারে?
advertisement
2/11
হ্যাম্পারের প্রথম আইটেম ছিল আউডি এসপ্রেসো মোবিল৷ গাড়িতে যাওয়ার সময় কফি খাওয়ার আদর্শ সরঞ্জাম৷ ফ্লাস্ক, কফি মাগ ও শট গ্লাস৷
advertisement
3/11
শকোলা৷ অর্থাৎ ফরাসি চকোলেট৷ সিঙ্গল পিস বক্স চকোলেট ছিল হ্যাম্পারের অন্যতম আকর্ষণ৷একেবারে বাক্সের মতো দেখতে কাস্টমাইজড এই চকোলেট বানানো হয়েছিল শুধু কফি উইথ করণের জন্যই৷
advertisement
4/11
প্রতি বারের মতো এবারও নিয়ম মেনে সিজন শেষে হ্যাম্পার খুলে দেখালেন করণ৷ হ্যাম্পারে ছিল সেভরি জাপানিজ বিঞ্জ ইটস৷
advertisement
5/11
হ্যাম্পারে বেশিরভাগই খাবার থাকলেও ছিল ডোলসে অ্যান্ড গাবানার ডিজাইনার গ্লেয়ারসও৷ বিজয়ী পুরুষ বা মহিলা যেই হোন না কেন সেই অনুযায়ী দেওয়া হয়েছে গ্লেয়ারস৷
advertisement
6/11
মিষ্টিমুখ তো করতেই হবে৷ তাই সব বিদেশি উপহারের মধ্যেই ছিল খাঁটি দেশি খোয়া লাক্সারি মিঠাই৷
advertisement
7/11
হ্যাম্পারে ছিল সেন্টিডো পারফিউমারির পারফিউম ও ক্যান্ডল৷করণ জানান পুরো হ্যাম্পার সাজানোর দাযিত্বে ছিল তার প্রিয় সংস্থা পিক্সি ডাস্ট গিফট৷
advertisement
8/11
সব লোভনীয় খাবার দিয়ে হ্যাম্পার সাজালেও গেস্টদের স্বাস্থ্যেরও খেয়াল রেখেছেন করণ৷ হ্যাম্পারে ছিল বি লেশিয়াসের কাশ্মীরি মধুও৷
advertisement
9/11
ছিল নীলোফার কুরেশি কেটারিং কোম্পানির ব্রাউনিজ৷ কে না জানে কফির সঙ্গে সেরা স্ন্যাক্স ব্রাউনি৷
advertisement
10/11
প্রতি বারের মতো এবারও ছিল কফি হ্যাম্পারের সিগনেচার আইটেম নেক্সট ডোর বেকার চকোলেট চিপ মাফিন৷
advertisement
11/11
এক বোতল ওয়াইন ছিল হ্যাম্পারের শেষ আইটেম৷ যদিও ওয়াইনের ব্র্যান্ড নেম জানানি করণ৷