Koel Mallick: কোয়েল যখন ইউরোপে ! নানা রঙের দিনের কথা বললেন নায়িকা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Koel Mallick: সম্প্রতি কোয়েল তাঁর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন।
advertisement
1/5

কোয়েল মল্লিক। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। টলিউডে তাঁর অভিনয়ের ভক্ত সংখ্যা অগুন্তি। সম্প্রতি কোয়েল তাঁর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। photo source Instagram
advertisement
2/5
ছবিগুলি ২০১৯-এর। সে সময় তিনি ইউরোপে। হলুদ সোয়েটার টপ, ও নীল জিন্সে মোহময়ী তিনি। photo source Instagram
advertisement
3/5
কোয়েল এই ছবি পোস্ট করে লিখেছেন, যখন জীবন নানা রঙে ভরে ছিল। photo source Instagram
advertisement
4/5
কোয়েল প্যারিসেও কাটিয়েছিলেন আনন্দের মুহূর্ত। সে ছবিও তিনি শেয়ার করেছেন। তবে জীবন এখন অন্য সুরে কথা বলছে। করোনায় সকলকে গৃহবন্দি থাকতে হচ্ছে। তাই ঘরে বসেই পুরোনো স্মৃতিতে ভাসছেন নায়িকা। photo source Instagram
advertisement
5/5
প্রসঙ্গত কোয়েল এক পুত্র সন্তানের মা। তবে কাজ থামেনি তাঁর। সব কিছু দু'হাতে সামলাচ্ছেন তিনি। photo source Instagram