Bollywood Gossip: রেখার সঙ্গে প্রথম ছবি, এক সময়ের মাধুরী দিক্ষিতের ড্রাইভার, সুপার ফ্লপ হয়েও এই হিরো বলিউডে উজ্জ্বল!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রথম ছবিতে রেখার সঙ্গে কাজ৷ এবং খুব অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় রেখাকে৷ কর্মজীবনে শুরুতেই ছক্কা হাঁকান এই অভিনেতা৷ তারপর যেন ভাগ্য কেমন সঙ্গ দিল না৷ টিমটিম করে খ্যাতির শিখা জ্বলল তাঁর৷ একসময় মাধুরী দিক্ষিতের ড্রাইভার পর্যন্ত হতে হয়!
advertisement
1/10

প্রথম ছবিতে রেখার সঙ্গে কাজ৷ এবং খুব অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় রেখাকে৷ কর্মজীবনে শুরুতেই ছক্কা হাঁকান এই অভিনেতা৷ তারপর যেন ভাগ্য কেমন সঙ্গ দিল না৷ টিমটিম করে খ্যাতির শিখা জ্বলল তাঁর৷ একসময় মাধুরী দিক্ষিতের ড্রাইভার পর্যন্ত হতে হয়!
advertisement
2/10
যে অভিনেতার কথা হচ্ছে তিনি শুধু ছবি নয়, টিভিতেও কাজ করেছেন৷ অভিনেতা হিসেবে তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। এই অভিনেতাও একসময় নিয়মিত সুপারস্টার মাধুরী দীক্ষিতকে ফিল্ম সেটে নিয়ে যেতেন।
advertisement
3/10
তিনি আর কেউ নন, অভিনেতা শেখর সুমন৷ ১৯৮৪ -এ শশী কাপুর প্রযোজিত এবং গিরিশ কারনাড পরিচালিত রেখার ছবি 'উৎসব' দিয়ে কর্মজীবন শুরু করেন শেখর। শেখর সুমন এবং রেখার অন্তরঙ্গ দৃশ্যগুলি বেশ ভাইরাল হয়েছিল। প্রথম ছবি পেতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি শেখরের, নিজে সেকথা উল্লেখ করেছিলেন৷
advertisement
4/10
প্রথম ছবি পেতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি শেখরের, নিজে সেকথা উল্লেখ করেছিলেন৷
advertisement
5/10
'উৎসব' মুক্তির আগে তাঁকে 'মানব হাত্য'-ছবির অফার পান৷ যার বাজেট খুবই কম ছিল। এই ছবিতে তিনি মাধুরী দীক্ষিত ছিলেন তাঁর বিপরীতে৷ সে সময় মাধুরীও ছিলেন উঠতি৷ তবে শুটিংয়ের বাজেট কম থাকায় শেখরই মাধুরীকে নিয়মিত বাইকে করে সেটে নিয়ে যেতেন৷
advertisement
6/10
কর্মজীবন শুরুর পর ১৯৮৯ সাল পর্যন্ত সফল ছিলেন শেখর কিন্তু তারপর কর্মজীবন আশানুরূপ ফল দেয়নি৷ পরপর ছবি ফ্লপ হওয়ায় তিনিও ছিটকে যান বড়পর্দা থেকে৷ এরপর তিনি টেলিভিশনে চলে আসেন। টিভি শোতে অভিনয় করেন৷ তাঁর টক শো 'মুভারস অ্যান্ড শেকারস'-এ দারুণ সাফল্য পান।
advertisement
7/10
টিভি শোতে অভিনয় করেন৷ তাঁর টক শো 'মুভারস অ্যান্ড শেকারস'-এ দারুণ সাফল্য পান।
advertisement
8/10
শেখর সুমন নিজের ক্যারিয়ার গড়তে অত্যন্ত সংগ্রাম করেন। একই রকম ভাগ্যের বিড়ম্বনায় পড়েছেন তাঁর ছেলে অধ্যায়ন সুমনও৷ বাবার মতো তিনিও ফ্লপ অভিনেতার তকমা পেয়েছেন৷
advertisement
9/10
বাবার মতো তিনিও ফ্লপ অভিনেতার তকমা পেয়েছেন৷
advertisement
10/10
যদিও শেখর সুমন এবং অধ্যায়ন সুমন সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির 'হিরামান্ডি' ওয়েব সিরিজে যদিও শেখর সুমন এবং অধ্যায়ন সুমন সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির 'হিরামান্ডি' ওয়েব সিরিজে তাঁদের ভূমিকার জন্য প্রশংসিত হচ্ছেন।তাঁদের ভূমিকার জন্য প্রশংসিত হচ্ছেন।