Viral: কলকাতার রাস্তায় চুটিয়ে প্রেম, রাস্তাতেই Kiss-এ মাতোয়ারা Leander-Kim, ছবি ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্রিসমাসের সপ্তাহে নতুন প্রেমে থাকা জুটি একেবারে রোমান্টিক আন্দাজে ছবি দিয়েছেন৷ রাস্তাতেই ৪৮ -র লিয়েন্ডার পেজ (Leander Paes), ৪১ -র কিম শর্মাকে (Kim Sharma)চুমু (Kiss)খাচ্ছেন৷ আর ছবি এখন ভাইরাল (Viral)৷
advertisement
1/6

#কলকাতা: কিম শর্মা (Kim Sharma) আর লিয়েন্ডার পেজ (Leander Paes)(Leander Paes) ডেটিংয়ের খবর লম্বা সময় থেকে আলোচনায়৷ দু তরফই আর গসিপের সম্ভবনা না রেখে একেবারে কনফার্ম করে দিয়েছেন যে তাঁরা প্রেম করছেন৷ এখন নিজেদের প্রেমের ছবিও আর রাখঢাক করছেন না তাঁরা৷ বলিউডের অভিনেত্রী কিম শর্মা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘন ঘন প্রেমের ছবি পোস্ট করলেন স্টোরিতে৷
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ কিম শর্মা৷ বিভিন্ন সময়েই সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় ছবি পোস্ট করেন৷ তবে বাকি সব বারের ছবিকে ছাপিয়ে গেল এই পোস্ট৷
advertisement
3/6
ক্রিসমাসের সপ্তাহে নতুন প্রেমে থাকা জুটি একেবারে রোমান্টিক আন্দাজে ছবি দিয়েছেন৷ রাস্তাতেই ৪৮ -র লিয়েন্ডার পেজ, ৪১ -র কিম শর্মাকে চুমু খাচ্ছেন৷
advertisement
4/6
এদিকে এছাড়াও কিম নিজের প্রি ক্রিসমাসের একটি একার ছবিও দিয়েছেন৷ সাদা পোশাকে মহেব্বতে -ছবির নায়িকাকে মনোরম দেখাচ্ছে৷ ছবিটি তাজ বেঙ্গল লোকেশন দিয়েছেন বলিউডের অভিনেত্রী৷ আর ছবি তোলার ক্রেডিট দিয়েছেন লিয়েন্ডার পেজকে৷ এর থেকেই সাফ ক্রিসমাসের ছুটিতে কলকাতায় নিজের বান্ধবীকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন লিয়েন্ডার পেজ৷
advertisement
5/6
লিয়েন্ডার পেজ , কিম শর্মা দুজনেই নিজেদের পুরনো সম্পর্ক পিছনে ভুলিয়ে নতুন সম্পর্কের ডোরে বাঁধা পড়েছেন৷ কিম শর্মা বলিউডে মহব্বতে ছাড়াও নহলে পে দহলা, টম, কহেতা হ্যায় দিল বারবার, রাজামৌলির সুপারহিট ছবি মগধহীরাতেও অভিনয় করেছেন৷
advertisement
6/6
অন্যদিকে অলিম্পিক্সে টেনিসে ব্রোঞ্জ পদকের মালিক , মহেশ ভূপতি থেকে শুরু করে একাধিক পার্টনারের সঙ্গে অসংখ্য ডাবলস গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন৷