Kiara Advani-Sidharth Malhotra Wedding: মিস্টার ও মিসেস মালহোত্রাকে শুভেচ্ছা বলিপাড়ার, সিড-কিয়ারার বিয়ের ছবিতে প্রেমের তুফান
- Published by:Teesta Barman
Last Updated:
Kiara Advani-Sidharth Malhotra Wedding: মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রাকে শুভেচ্ছায় ভরিয়ে তুললেন বলিউডের তারকা মহল। সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মণীশ মালহোত্রা।
advertisement
1/5

পার্মানেন্ট বুকিং করে ফেললেন একে অপরের সঙ্গে। প্রেমের মাসে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। বিবাহ সম্পন্ন হওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষায় রাখলেন ভক্তদের। মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ নবদম্পতি বেশে প্রকাশ্যে এলেন তারকা জুটি।
advertisement
2/5
মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রাকে শুভেচ্ছায় ভরিয়ে তুললেন বলিউডের তারকা মহল। সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মণীশ মালহোত্রা। নববধূ আথিয়া শেট্টি থেকে শুরু করে করিশ্মা কাপুর। বিক্রান্ত মাসে থেকে বাণী কাপুর।
advertisement
3/5
৪ তারিখ থেকে শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। মঙ্গলবার দুপুরে বিয়ের পিঁড়িতে বসেন দুই জুটি। সন্ধ্যায় বিয়ে সেরে ফেললেও ছবির জন্য হাঁ করে বসে ছিলেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটালেন তারকা জুটি। রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় বিয়ের ছবি দিলেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।
advertisement
4/5
কোনও ছবিতে বর-কনে একে অপরকে করজোড়ে সম্মান জানাচ্ছেন। কোথাও তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। কোনও ছবিতে স্ত্রীর গালে চুমু খাচ্ছেন সিদ্ধার্থ। কোথাও আবার স্বামীর গালে চুম্বন এঁকে দিচ্ছেন কিয়ারা। ছবির সঙ্গে লেখা, 'এবার আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গিয়েছে। আমাদের এই যাত্রায় আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসা প্রয়োজন।'
advertisement
5/5
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে উঠেছেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না।