Kiara Advani-Siddharth Malhotra Wedding: ‘আমি শুধু প্রেগন্যান্ট হতে চাই...’ কেন বিয়ের অনেকদিন আগেই বলেছিলেন সাহসী কিয়ারা আডবানী
- Published by:Uddalak B
Last Updated:
Kiara Advani-Siddharth Malhotra Wedding: জয়সলমিরের সূর্যগড় প্যালেসে হবে এই বিবাহের বাসর৷
advertisement
1/6

হয়েছে বিপুল আয়োজন৷ জয়সলমিরের বিশাল দুর্গ সেজে উঠেছে আলোয়৷ বিয়ের পিড়িতে বসতে চলেছেন কিয়ারা আডবানী ও সিদ্ধার্থ মালহোত্রা৷ কিন্তু সেই পাত্রী কিয়ারাই এক সময়ে মুখ খুলেছিলেন সন্তান ধারণের প্রসঙ্গে৷
advertisement
2/6
২০১৯ সালে ছবি জুগজুগ জিও-এর প্রচারে এসেছিলেন কিয়ারা৷ সেখানে একটি সাংবাদিক বৈঠকে কিয়ারাকে প্রশ্ন করা হয়, প্রেগন্যন্সি নিয়ে তাঁর নিজের কী মতামত৷ তখনই সন্তান ধারণ প্রসঙ্গে বিস্ফোরক কথা বলেছিলেন তিনি৷
advertisement
3/6
কিয়ারা প্রশ্নের প্রাথমিক উত্তরে বলেছিলেন, তিনি চান তাঁর জীবনে যে সন্তানরাই আসুক না কেন, তাঁরা সুস্থ হয়৷ পাশাপাশি তিনি যমজ সন্তান চান কি না, সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি চান, তাঁর যাতে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান হয়৷
advertisement
4/6
তার পরেই তিনি বিস্ফোরক কথা বলেন তিনি৷ তিনি বলেন, তিনি ভীষণ ভাবে চান মা হতে৷ কারণ, সন্তান ধারণের সময় তিনি নিজের ইচ্ছা মতো অনেক কিছু খেতে পারবেন৷ এমনি সময় ফিগার বজায় রাখার তাগিদে যা সম্ভব হয় না৷
advertisement
5/6
৬ ফেব্রুয়ারি নয়, ৭ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন কিয়ারা আডবানী ও সিদ্ধার্থ মালহোত্রা৷ জয়সলমিরের সূর্যগড় প্যালেসে হবে এই বিবাহের বাসর৷ খবর মিলেছে আলাদা করে বিবাহ বাসর আয়োজন করবেন সিদ্ধার্থ মালহোত্রাও৷
advertisement
6/6
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি পার্টির আয়োজন করবেন৷ সেদিন বলিউডের তারকা থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও হাজির থাকতে পারেন৷ মুম্বইয়ে এই পার্টি হবে৷