Katrina Kaif Ki Devrani: ক্যাটরিনা কাইফের জা-এর হট অবতারে কাঁপচ্ছে সোশ্যাল মিডিয়া, Boldness-এ আগুন ঝরাচ্ছেন, রূপে Clean Bowled!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Katrina Kaif Ki Devrani|Katrina Kaif|Vicky Kaushal|Sharvari Wagh|Bollywood|Gossip: আচ্ছা আচ্ছা সুন্দরীকে কয়েক গোল দিতে পারেন ক্যাটরিনার জা
advertisement
1/6

সদ্য বিয়ে হয়েছে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলের (Vicky Kaushal) ৷ বিয়ের পর থেকেই নানান খবরের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চায় এসেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
ক্যাটরিনা কাইফের পরিবারে অন্তর্ভুক্ত হতে পারেন, এমন হলে তিনি সম্পর্কে জা হবেন, (Katrina Kaif Ki Devrani) এই সুন্দরী ৷ তাঁর পাগল করা রূপে ঘায়েল হয়েছেন অনেকেই ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
অভিনেতা ভিকি কৌশলের বোন ভাই সানি কৌশলের (Sunny Kaushal) কথিত গার্লফ্রেন্ড শর্বরী ও (Sharvari Wagh), নাম নাম নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মত নয় ৷ শর্বরী ও সানির সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
সূত্রের খবর শর্বরী ভিকি কৌশলের ছোট ভাই সানি কৌশলের (Sunny Kaushal)-এর সঙ্গে ডেট করছেন ৷ ক্যাটরিনার বিয়েতে দেখতে পাওয়া গিয়েছিল শর্বরীকে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
বান্টি অউর বাবলি ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেছেন শর্বরী (Bunty Aur Babli 2) তাঁর গ্ল্যামারের কারণেই তিনি বারেবারে চর্চায় আসেন ৷ সোশ্যাল মিডিয়ায় সবাই যেন দিওয়ানা হয়ে পরেন শর্বরীর ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
অভিনেত্রী হিসাবে পরিচত হওয়ার আগে থেকেই তিনি বেশ সক্রিয় ছিলেন বলিউডে ৷ তিনি সঞ্জয় লীলা বনশালীর সহ-পরিচালক হিসাবেও কাজ করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷