Kartik Aaryan in Kolkata: ‘ভুলভুলাইয়া ২’ সাউথে রিমেক হচ্ছে, হিন্দি ছবিরও রিমেক হয়, কলকাতায় বিস্ফোরক কার্তিক
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
Kartik Aaryan in Kolkata: কলকাতার হলুদ ট্যাক্সি চেপে ঘুরে বেড়ালেন সারা শহর। এমনকি ফেরার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন সেই ট্যাক্সি চেপেই। তার আগে শহরের এক কলেজে গিয়ে ভক্তদের সঙ্গেও দেখা করেন।
advertisement
1/9

১৭ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান এবং কৃতী স্যানন অভিনীত ‘শেহজাদা’। অ্যাকশন ড্রামা এই ছবিটি দক্ষিণের সুপারহিট ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’-র রিমেক। শেহজাদার প্রচারে বুধবার কলকাতায় এসেছিলেন কার্তিক আরিয়ান।
advertisement
2/9
কলকাতার হলুদ ট্যাক্সি চেপে ঘুরে বেড়ালেন সারা শহর। এমনকি ফেরার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন সেই ট্যাক্সি চেপেই। তার আগে শহরের এক কলেজে গিয়ে ভক্তদের সঙ্গেও দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হন শপিং মলে।
advertisement
3/9
সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, দক্ষিণী ছবির রিমেক ছাড়া কি হিন্দি ছবির গতি নেই? তখনই উত্তেজিত হয়ে কার্তিক উত্তর দেন, ‘‘এটা কখনওই ওয়ান ওয়ে সিস্টেম নয়। এটা একটা টু ওয়ে পন্থা। যেই সময় যেই ছবির চাহিদা থাকে তখনই সেটা রিমেক হয়। এমন কোনও কথা নেই যে দক্ষিণের ছবি শুধুমাত্র হিন্দিতে রিমেক হয় এবং সাফল্যের মুখ দেখে।’’
advertisement
4/9
কার্তিকের কথায়, ‘‘আমার ‘ভুলভুলাইয়া ২’ দক্ষিণে রিমেক হচ্ছে। শুধু সাউথের ছবি হিন্দি রিমেক হয় না। সে বিষয়ে তাহলে কি বলবেন? আমার ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘লুকা ছুপি’ এইসব ছবি দক্ষিণ ভারত থেকে রিমেক করার প্রস্তাব এসেছে। এগুলো প্রত্যেকটি অরিজিনাল হিন্দি ছবি। মৌলিক গল্প।’’
advertisement
5/9
কার্তিকের মতে, শুধু দক্ষিণী ছবির হিন্দি রিমেক হয় এমনটা নয়। আসলে পুরোটাই ‘মিথ’। ভাল গল্পের চাহিদা সর্বত্র, সেটা যে ভাষাতেই তৈরি হোক না কেন। পরবর্তীকালে সেই ছবিটিকে সকলেই চায় রিমেক করতে।
advertisement
6/9
বর্তমানে সারা দেশ জুড়ে শুধুমাত্র দক্ষিণী সিনেমার চর্চা চলছে। সিনেপ্রেমীদের প্রত্যেকেরই দক্ষিণ সিনেমার প্রতি ঝোঁক বাড়ছে। যার ফলে একের পর এক মুখ থুবড়ে পড়ছে বলিউডের সিনেমাগুলি। সিনেমা হলগুলোতে দর্শক দক্ষিণী ছবিগুলি দেখার জন্য ভিড় বাড়াচ্ছেন। ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’, ‘কেজিএফ’, ‘কেজিএফ চ্যাপটার টু’, ‘আরআরআর’ ইত্যাদি ছবিগুলি তারই প্রমাণ।
advertisement
7/9
কোটি-কোটি ব্যবসা করেছে এই ছবিগুলি ভারতজুড়ে। এছাড়াও ভিন্ন ভিন্ন ভাষায় হলে মুক্তি পাওয়ার ফলে এই ছবিগুলি দেখার প্রতি ঝোঁক বাড়ছে সকলের। ফলে শুক্রবার বক্স অফিসে যখন কার্তিকের ‘শেহাজাদা’ মুক্তি পাচ্ছে, যা একটি দক্ষিণী ছবির রিমেক। আর তার প্রচারে শহরে হাজির স্বয়ং কার্তিক। তখন সরাসরি তাঁকে এই প্রশ্ন করা হয়। তখন কার্তিক পুরো ঘটনাটিকেই ‘মিথ’ বলে অভিযোগ নস্যাৎ করেন।
advertisement
8/9
‘পাঠান’-এর চূড়ান্ত সাফল্যের পর বক্স অফিসে আসছে কার্তিকের ‘শেহজাদা’। ছবির বক্স অফিস সাফল্য নিয়ে কার্তিক চিন্তিত কিনা সে বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন, কার্তিক সটান উত্তর দেন, ‘‘শাহরুখের ছবি 'পাঠান' হলে চলেছে সেটা খুবই আনন্দের খবর। কারণ, যে কোনও ছবি যদি হিট হলে এবং ভাল ব্যবসা করলে তা দিনের শেষে ইন্ডাস্ট্রির পক্ষে ভাল।’’
advertisement
9/9
তাই কার্তিক আশাবাদী 'শেহজাদা'ও বক্স অফিসে দর্শক টানতে সফল হবে। নায়ক বললেন, "আমরা একটা ভাল ছবি বানিয়েছি এবং দর্শক চাক্ষুষ করলেই তা বুঝতে পারবে। পাঠানের জন্য যে আমার ছবি ক্ষতিগ্রস্ত হবে তার কোনও যৌক্তিকতা নেই। পাঠান আরও এগিয়ে যাক আরো ভালো ব্যবসা করুক। দর্শকরা আমার ছবিও হলে এসে দেখুক এবং তাঁদের মুখে মুখেই প্রচার হবে এবং সেখান থেকেই আরও বেশি সংখ্যক দর্শক হলমুখী হবে, এমনটাই আমার আশা।’’