TRENDING:

Karisma Kapoor Ajay Devgn Love Story: 'অজয় আর করিশমার সন্তান হলে জেব্রার মতো দেখতে হবে', রবিনা কেন বলেছিলেন এমন জানেন?

Last Updated:
Karisma Kapoor Ajay Devgn Love Story: কাপুর পরিবারের বড় মেয়ে অভিনেত্রী করিশমা কাপুরের সঙ্গে সেই সময় প্রেম ছিল অজয় দেবগণের। কিন্তু এই প্রেমের আগে অজয়ের সঙ্গে নাম জড়িয়ে ছিল রবিনা ট্যান্ডনের।
advertisement
1/9
'অজয় আর করিশমার সন্তান হলে জেব্রার মতো দেখতে হবে', রবিনা কেন বলেছিলেন এমন জানেন?
কাপুর পরিবারের বড় মেয়ে অভিনেত্রী করিশমা কাপুরের সঙ্গে সেই সময় প্রেম ছিল অজয় দেবগণের। কিন্তু এই প্রেমের আগে অজয়ের সঙ্গে নাম জড়িয়ে ছিল রবিনা ট্যান্ডনের।
advertisement
2/9
অজয়ের প্রথম ছবি 'ফুল অর কাঁটে' সুপার-ডুপার হিট হয়েছিল। এই ছবির কারণেই রাতারাতি তারকা হয়ে যান অজয় দেবগণ। এরপর অজয়কে নিয়ে নানা গসিপ তৈরি হয়।
advertisement
3/9
এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গল্প ছিল রবিনা ট্যান্ডনের সঙ্গে সম্পর্ক। রবিনা ট্যান্ডন এবং অজয় দেবগণ ছোটবেলার বন্ধু ছিলেন এবং অজয়ের বোন নীলমের সঙ্গে রবিনার ভাল বন্ধুত্ব ছিল। সে প্রায়ই অজয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যেত।
advertisement
4/9
রবিনা একবার তাঁর একটি সাক্ষাৎকারে অজয়ের কথা উল্লেখ করে বলেছিলেন, 'আমি অজয়ের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ, আমি তাঁকে ছোটবেলা থেকেই চিনি।'
advertisement
5/9
রবিনার দাবি, অজয়ের সঙ্গে প্রেমের দৃশ্য করতে গিয়ে তাঁর কখনওই খারাপ কিছু অনুভব হয়নি। তবে খুব অল্পসময়েই তাঁদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। কারণ নাকি করিশমা কাপুর।
advertisement
6/9
এরপর অজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় করিশমা কাপুরের। ছবির সেটেই তাঁরা কাছাকাছি এসেছিলেন।
advertisement
7/9
সেই সময়ই বিস্ফোরক দাবি করেছিলেন রবিনা। বলিউডে কান পাতলে শোনা যায়, এর কারণ নাকি তখনও অজয়কে মনের গভীরে রেখে দিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
8/9
রবিনা সেই সময় একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'অজয় যদি করিশমাকে বিয়ে করেন, তাহলে তাঁর সন্তানেরা জেব্রাদের মতো দেখতে হবে।' এই সাক্ষাৎকারে অজয়ও খোলামেলা প্রতিক্রিয়া দেন।
advertisement
9/9
অজয় পাল্টা বলেছিলেন, 'রবিনা মানসিক ব্যাধিসম্পন্ন, মিথ্যাবাদী। তাঁর সঙ্গে আমার কখনও সম্পর্ক ছিল না। রবিনা খবর তৈরি করতে এবং এসবের মধ্যে থাকতেই পছন্দ করেন।'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Karisma Kapoor Ajay Devgn Love Story: 'অজয় আর করিশমার সন্তান হলে জেব্রার মতো দেখতে হবে', রবিনা কেন বলেছিলেন এমন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল