Karishma Kapoor - Kareena Kapoor : মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন করিশমা-করিনা! দুই বোনের জুটি দেখলে হিংসে হবে আপনারও
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Karisma Kapoor : সম্প্রতি তারা ছুটি কাটাতে গিয়েছেন মলদ্বীপে। দেখে নেওয়া যাক তাদের কিছু ভালো মুহূর্তের ছবি।
advertisement
1/10

বলিউডে দুই বোনের হিট জুটি হলেন করিশমা কাপুর ও করিনা কাপুর। দুই বোনের মধ্যে বন্ধুত্ব সিস্টার গোল সেট করে। সম্প্রতি তারা ছুটি কাটাতে গিয়েছেন মলদ্বীপে। দেখে নেওয়া যাক তাদের কিছু ভালো মুহূর্তের ছবি।
advertisement
2/10
একসঙ্গে আড্ডা দিতে দিতে প্রাতঃরাস সারছেন কারিশমা ও করিনা। একজনের পরনে হলুদ। আর একজনের পরনে লাল।
advertisement
3/10
কোনও এক অনুষ্ঠানে একসঙ্গে দুই বোন। দুজনের পরনেই এথনিক পোশাক।
advertisement
4/10
কাকে ছেড়ে কাকে দেখবেন। ওয়েস্টার্ন পোশাকে পরস্পরকে টেক্কা দিচ্ছেন করিশমা ও করিনা।
advertisement
5/10
বরফে ঢাকা পাহাড়ে বেড়াতে গিয়ে এই ছবি তুলেছেন দুই বোন। প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন দুজনে।
advertisement
6/10
মুখে নেই কোনও মেকআপ এর চিহ্ন। সাধারণ ঘরোয়া পোশাক। কিন্তু তাতেও সুন্দরী দুই বোন।
advertisement
7/10
ম্যাচিং করে জ্যাকেট পরেছেন দুই বোন। বলিউডের ফ্যাশনিস্তা করিনা কাপুর ও করিশমা কাপুর।
advertisement
8/10
দিদির চুলের স্টাইল করতে ব্যস্ত বোন। পুরনো অ্যালবাম থেকে করিনা করিসমার ছবি।
advertisement
9/10
শৈশবের কথা। একেবারে ছোটবেলায় দুই বোনের ছবি মুগ্ধ করে নেটিিজেনকে।
advertisement
10/10
মা ববিতা কাপুরের সঙ্গে সুসময় কাটাচ্ছেন করিনা ও করিশমা।