TRENDING:

Kapil Sharma: স্ত্রীকে ভুলে সুন্দরীর সঙ্গে ফ্লার্টিংয়ে মজলেন কমেডি কিং কপিল! দেখুন তো এই সুন্দরীকে চিনতে পারেন কি না?

Last Updated:
advertisement
1/4
স্ত্রীকে ভুলে সুন্দরীর সঙ্গে ফ্লার্টিংয়ে মজলেন কমেডি কিং কপিল! দেখুন কে সে?
এমনিতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতি কমেডি কিং কপিল শর্মার প্রেমের কথা কে না জানেন! সুযোগ পেলেই রণবীর-ঘরণীর সঙ্গে ফ্লার্ট করতে পিছ-পা হন না কপিল! আসলে 'দ্য কপিল শর্মা শো'-তে যখনই অভিনেত্রী নিজের কোনও ছবির প্রচারে আসেন, তখনই কপিলের মনটাও যেন ফুরফুরে হয়ে যায়। শুধু দীপিকাই নন, হামেশাই শো-তে উপস্থিত সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে মজা এবং খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় কপিলকে।
advertisement
2/4
এ তো গেল রিল লাইফের কথা। বাস্তব জীবনেও আদ্যন্ত প্রেমিক মানুষ কপিল। তাঁর এবং স্ত্রী গিন্নি চতরথের প্রেমের কাহিনীও সর্বজনবিদিত। আসলে নিজের স্ত্রীর প্রতি ভালবাসা প্রদর্শন করতে কখনওই পিছ-পা হন না কমেডির রাজা। তবে সম্প্রতি তাঁকে এক সুন্দরী পঞ্জাবি মহিলার সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছে। কিন্তু কে এই সুন্দরী নারী?
advertisement
3/4
এই সুন্দরী মহিলা আর কেউ নন, তিনি হলেন নীরু বাজওয়া। অনেকেই হয়তো জানেন না যে, পঞ্জাবি ছবির দুনিয়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে এক জন তিনি। আসলে নিজের ছবির প্রচারেই তিনি উপস্থিত হয়েছিলেন কপিল শর্মার শো-তে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নীরু বাজওয়া অভিনীত ছবি ‘কালি জোত্তা’। মূলত সেই আসন্ন ছবির প্রচারেই দ্য কপিল শর্মা শো-তে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ই অভিনেত্রীর সঙ্গে খুনসুটিতে মাতেন কপিল। এমনকী ফ্লার্টও করেন তিন সন্তানের জননী এই অভিনেত্রীর সঙ্গে।
advertisement
4/4
যদিও নীরু বাজওয়াকে দেখলে বোঝা যাবে না যে, বাস্তব জীবনে তাঁর তিনটি সন্তান রয়েছে। ৪২ বছর বয়সে এসেও যেন সৌন্দর্য এবং তারুণ্য ধরে রেখেছেন নীরু। নিজেকে এমন ভাবে ফিট এবং তরতাজা রেখেছেন, মনে হয় যেন তাঁর বয়সটাও থমকে রয়েছে। সূত্রের খবর, অভিনেত্রীর জন্ম কানাডায়। ১৯৯৮ সালে দেব আনন্দের ‘ম্যায় সোলা বরস কি’ ছবির হাত ধরে অভিনয় জীবনে প্রবেশ করেন নীরু। কিছু টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকের পরে পঞ্জাবি ছবিতে ফের কামব্যাক করেন তিনি। ২০১৫ সালে হ্যারি জাভান্ধার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নীরু বাজওয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kapil Sharma: স্ত্রীকে ভুলে সুন্দরীর সঙ্গে ফ্লার্টিংয়ে মজলেন কমেডি কিং কপিল! দেখুন তো এই সুন্দরীকে চিনতে পারেন কি না?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল