TRENDING:

Kapil Sharma Death Threat: পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন কপিল শর্মা...! সইফের রেশ কাটতে না কাটতেই নতুন বিপদ, টার্গেট আরও 'তিন'

Last Updated:
শুধু কপিল শর্মাই নন। অভিনেতা রাজপাল যাদব, 'কমেডিয়ান' সুগন্ধা মিশ্র ও 'কোরিওগ্রাফার' রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা।
advertisement
1/6
পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন কপিল শর্মা...! টার্গেট আরও 'তিন'
পড়শি দেশ পাকিস্তান থেকে ই-মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন কমেডি কিং কপিল শর্মা। শুধু তিনিই নন, একের পর এক তারকার কাছে এসেছে এই প্রাণনাশের হুমকি। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সুগন্ধা মিশ্র, অভিনেতা রাজপাল যাদব এবং কোরিওগ্রাফার রেমো ডিসুজাও।
advertisement
2/6
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, বিষ্ণু নামে জনৈক ব্যক্তির কাছ থেকে ই-মেল পেয়েছেন এই তারকারা। অভিযোগ, হুমকি-মেলে বিষ্ণু শুধু হুমকিই দেয়নি, এর পাশাপাশি সে এ-ও জানিয়েছে যে, তারকাদের কার্যকলাপের উপরেও নজরদারি চালাচ্ছে সে।
advertisement
3/6
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ই-মেলে বলা হয়েছে, “আমরা আপনাদের সাম্প্রতিক কার্যকলাপের উপর কড়া নজর রাখছি। আমরা বিশ্বাস করি যে, সংবেদনশীল এই বিষয়টা আপনাদের দৃষ্টিগোচরে আনা অত্যন্ত জরুরি। এটা কোনও পাবলিক স্টান্ট নয় অথবা এটা আপনাদের হয়রানি করারও চেষ্টা নয়। আমরা অনুরোধ করছি যে, আপনারা এই বার্তাটিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করুন। আর গোপনীয়তা বজায় রাখুন।”
advertisement
4/6
ই-মেলের প্রেরক আরও জানিয়েছে যে, “আট ঘণ্টার মধ্যে তার দাবি যদি পূরণ করা না হয়, তাহলে এর জেরে ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে।” যদিও এখনও পর্যন্ত ই-মেল প্রেরকের দাবির বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয়নি।
advertisement
5/6
সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছেন যে, রাজপাল যাদবের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে বিএনএস-এর ৩৫১(৩) ধারার আওতায় এফআইআর রুজু করেছে আম্বোলি পুলিশ। এর পাশাপাশি অভিযোগ জানিয়েছেন সুগন্ধা মিশ্র এবং রেমো ডিসুজাও।
advertisement
6/6
‘দ্য কপিল শর্মা শো’ এবং ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো শোয়ের জন্য তুমুল জনপ্রিয়তা এবং খ্যাতি লাভ করেছেন কপিল শর্মা। সম্প্রতি নেটফ্লিক্সে তিনি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সঞ্চালনা করেছেন তিনি। নিজের কমেডি শো ছাড়াও ‘কিস কিসকো প্যায়ার করুঁ’, ‘ফিরঙ্গি’, ‘জ্বিগাটো’ এবং ‘ক্রু’-র মতো ছবিতে কাজ করেছেন কপিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kapil Sharma Death Threat: পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন কপিল শর্মা...! সইফের রেশ কাটতে না কাটতেই নতুন বিপদ, টার্গেট আরও 'তিন'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল