Kangana Ranaut With Nawazuddin Siddiqui : বিশেষ বন্ধু ! নওয়াজের বাড়িতে কঙ্গনা ! সামনে এল ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kangana Ranaut With Nawazuddin Siddiqui : সাদা শাড়িতে নওয়াজের বাড়িতে ধরা পড়লেন কঙ্গনা রানাওয়াত !
advertisement
1/5

মুম্বইতে আলিসান বাড়ি বানিয়েছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। এই বাড়ি বানাতে সময় লেগেছে তিন বছর। নওয়াজের বাড়ি 'নবাব'-কে দেখে অনেকেই অবাক। এবার এই বাড়িতেই জমজমাট পার্টি রাখলেন সিদ্দিকি।
advertisement
2/5
সেখনেই দেখা গেল অনেক বলিউড সেলেবকে অংশ নিতে। পার্টিতে উপস্থিত ছিলেন কঙ্গনা রানাওয়াতও।
advertisement
3/5
সাদা শাড়ি ও হাই হিলে পার্টির মধ্যমণি ছিলে কঙ্গনা রানাওয়াত। এই দিন পার্টিতে তাঁকে দেখে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কী নওয়াজের সঙ্গে ছবি করতে চলেছেন তিনি? নাকি বিশেষ বন্ধুত্ব!
advertisement
4/5
এই দিন নওয়াজকেও দেখা গেল একেবারে স্যুটেড-বুটেড হয়ে পার্টিতে থাকতে। যদিও মুম্বইতে এত বড় বাড়ি বানানো নিয়ে অনেকেই চমকেছেন। কারণ এখনও বহু বলি অভিনেতাই মুম্বইতে রেন্টে থাকেন। সেখানে বাংলো বানিয়ে অবাক করেছেন নওয়াজ।
advertisement
5/5
এই দিন কঙ্গনা ছাড়াও ছিলেন অভনীত কৌর। এই দুই অভিনেত্রীর সঙ্গে নওয়াজকে ছবি তুলতে দেখা গিয়েছে।