Shefali Jariwala’s Last X Post: মাত্র ৪২-এ থামল জীবন, শেফালি জরিওয়ালার করা শেষ X হ্যান্ডলে পোস্ট এখন ভাইরাল ! কী রয়েছে তাতে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জরিওয়ালার জীবন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন শেফালি। জানা গিয়েছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে শেফালির।
advertisement
1/7

মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জরিওয়ালার জীবন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন শেফালি। জানা গিয়েছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে শেফালির। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। এই মুহূর্তে মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। (Photo: X)
advertisement
2/7
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালি। তৎক্ষণাৎ তাঁর স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় অভিনেত্রীর। (Photo: Shefali Jariwala/Facebook)
advertisement
3/7
তবে শেফালির মৃত্যুর পর তাঁর শেষ এক্স হ্যান্ডলে করা পোস্ট ভাইরাল ৷ তাঁর শেষ পোস্ট X (পূর্বে Twitter)-এ ছিল তার Bigg Boss ১৩ শেফালির সহ-প্রতিযোগী এবং প্রাক্তন সঙ্গী, সিদ্ধার্থ শুক্লাকে একটি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। সিদ্ধার্থ যিনি রিয়েলিটি শো-এর ১৩ তম সিজন জিতেছিলেন, ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে একই পরিস্থিতিতে মারা গিয়েছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে, শেফালি জরিওয়ালা তাঁদের Bigg Boss সময়কালের একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন যেখানে তারা উষ্ণভাবে আলিঙ্গন করছিলেন এবং লিখেছিলেন, "আজ তোমার কথা মনে পড়ছে আমার বন্ধু @sidharth_shukla।" তার কিছুদিনের মধ্যেই শেফালিরও যেন একই পরিণতি হল ৷
advertisement
4/7
শেফালি ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সবমিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে ডেবিউ করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। (Photo: Shefali Jariwala/Facebook)
advertisement
5/7
স্ত্রীয়ের এমন হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর স্বামী পরাগ। ঘনিষ্ঠরা জানিয়েছেন, সাংঘাতিক ভেঙে পড়েছেন তিনি। শেফালির অকাল প্রয়াণের খবরে বিনোদন জগতে শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবরে হতবাক ও শোকস্তব্ধ অনুরাগীরাও। (Photo: Shefali Jariwala/Facebook)
advertisement
6/7
২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় সলমন খান, অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়ার পাশে একটি ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল শেফালিকে। বিগ বস-সহ অনেক রিয়্যালিটি শো-এ অংশগ্রহণ করেছেন তিনি। কেরিয়ারের প্রথম দিকে সিনেমাতে বেশ কিছু সুযোগ পেলেও ছোট পর্দাতেই বেশি জনপ্রিয় ছিলেন শেফালি জরিওয়ালা। (Photo: Shefali Jariwala/Facebook)
advertisement
7/7
নিজের এক্স হ্যান্ডলে শেফালির এটাই শেষ পোস্ট