Bollywood Actress: ভয়ঙ্কর সেই রাত...! কী ঘটেছিল সেদিন? পোশাক খুলে 'অন্তর্বাস' পরে শ্যুটিংয়ের আবদার! তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actress: টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করলেও প্রথম দিকে বিরাট সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী৷ সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বিসবগ ৫ বিজয়ী৷
advertisement
1/8

জনপ্রিয় টেলিভিশন শো 'কুমকুম এক প্যায়ারা সা বন্ধন'-এ দীর্ঘদিন অভিনয় করে সকলের কাছে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন জুহি৷ কুমকুমের চরিত্র অভিনয় যেন তাঁর আলাদা একটা পরিচিতি৷
advertisement
2/8
টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করলেও প্রথম দিকে বিরাট সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী৷ সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বিসবগ ৫ বিজয়ী৷
advertisement
3/8
এক সাক্ষাৎকারে জুহি বলেন, একটি দৃশ্যে শ্যুট করার জন্য পোশাক খুলে শুধুই অন্তর্বাস পরতে বলা হয়৷ শুধু তাই নয়, বিষয়টিকে গুরুত্ব না দিলে তাঁর কেরিয়ারও সমস্যায় পড়বে৷ আচমকাই এই কথা ফাঁস করে সকলকে চমকে দিয়েছেন তিনি৷
advertisement
4/8
বয়স তখন মাত্র ১৭ বছর৷ সেই সময়েই কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন৷ একটি মিউজিক অ্যালবামের শ্যুটিংয়ের অফারে আসে জুহির কাছে৷ সেখানেই তাকে বিকিনি পরতে বলা হয়৷ কিন্তু কোনওভাবেই তিনি তাতে রাজি হননি৷ এবং সটান সেই প্রস্তাবে না করে দেন জুহি৷
advertisement
5/8
তারপরও চরম বিপাকে পড়েন জুহি৷ চ্যানেলের হেড তাঁকে চ্যালেঞ্জ করে বলেন যে কোনও আপোষ ছাড়াই কীভাবে তিনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকবেন? এটা না করলে কেউ টিকে থাকবে না এখানে৷ তবে জুহি নিজের সিদ্ধান্ত বদল করেননি৷
advertisement
6/8
জুহি বলেন, নিজের এই নীতিতে অনড় থেকে ভাল সুযোগ না পেলে তিনি নিজের দেশে ফিরে আসতেন৷ তারপরই চ্যানেলের অফিস থেকে বেরিয়ে যান৷
advertisement
7/8
আচমকাই বদলে যায় জুহিরকেরিয়ার গ্রাফ৷ কুমকুমের চরিত্রে জুহিকে সকল ভক্তরাই ভীষণই পছন্দ করে এবং প্রচুর জনপ্রিয়তাও পান তিনি।
advertisement
8/8
'কুমকুম এক প্যায়ারা সা বন্ধন' ছাড়াও তাঁকে 'চুড়িয়া' এবং 'শাহিন'-এর মতো -শোতে অভিনয় করতে দেখা গেছে৷ এছাড়ও 'বিগ বস ৫'-এর বিজয়ী তিনি। সম্প্রতি ওয়েব সিরিজ 'ইয়ে মেরি ফ্যামিলি'-তে দেখা গিয়েছে জুহিকে৷