TRENDING:

Bollywood Actress: হতে চেয়েছিলেন ডাক্তার, হঠাৎ করেই রুট বদলে সিনেমায়, এই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও

Last Updated:
১৯৬২ সালের ৩ এপ্রিল মধ্যবিত্ত পরিবারে জন্ম। জয়ার বাবা কৃষ্ণা রাও ছিলেন তেলুগু ফিল্মের ফিনান্সার। ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন এই অভিনেত্রী।
advertisement
1/7
হতে চেয়েছিলেন ডাক্তার! রূপের গুণে মাতিয়ে ফেললেন রূপোলি পর্দা, চেনেন এই নায়িকাকে?
নয়াদিল্লি: প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষায় সিনেমা করেছেন জয়াপ্রদা। কিন্তু, জানেন কি, ছোট থেকে কখনওই অভিনেত্রী হতে চাননি তিনি। চেয়েছিলেন পড়াশোনা করে ডাক্তার হতে। দরিদ্র-নিপীড়িতদের সেবা করতে। কিন্তু, তাঁর বাবা-মা বোধহয় তাঁর সারা জীবনের পরিকল্পনা মোটের উপরে করেই রেখেছিলেন। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
2/7
১৯৬২ সালের ৩ এপ্রিল মধ্যবিত্ত পরিবারে জন্ম। জয়ার বাবা কৃষ্ণা রাও ছিলেন তেলুগু ফিল্মের ফিনান্সার। ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন জয়া। তবে, তাঁর খুব ছোট বয়স থেকেই তাঁকে নাচ এবং গানের ক্লাসে ভর্তি করিয়ে দেন। মাত্র ৭ বছর বয়স থেকেই নাচ ও গানের প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন জয়া। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
3/7
তখন জয়ার বয়স ১৪ বছর। তখনই তাঁর কাছে আসে রুপোলি পর্দায় হাজির হওয়ার প্রথম সুযোগ। অভিনেতা প্রভাকর রেড্ডি তাঁর নতুন নাম রাখলেন। নাম হল জয়া প্রদা। তেলুগু ফিল্ম 'ভূমি কোসাম'-এ ৩ মিনিটের একটি গানে সুযোগ দেওয়া হল তাঁকে। সেই শুরু। কিন্তু, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করলেও, জয়া ৮টি ভাষায় প্রায় ৩০০টি ছবিতে কাজ করেছেন। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
4/7
পরিচালক সত্যজিৎ রায়ও একবার জয়া প্রদার সৌন্দর্যের প্রশংসা করেছিলেন। তাঁর মতে, জয়া প্রদাই ছিলেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী। জিতেন্দ্রের সঙ্গে জয়ার জুটিও চলচ্চিত্রের পর্দায় সুপারহিট ছিল। আইএমডিবি রিপোর্ট অনুসারে, তাঁরা ২৫টি ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন। যাঁর মধ্যে ১৯টিই ছবি ছিল বক্স অফিস হিট। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
5/7
৬১ বছর বয়সী জয়া প্রদা ১৯৭৯ সালের চলচ্চিত্র 'সরগাম' সিনেমার মাধ্যমে প্রথম জনপ্রিয় হয়ে ওঠেন। সেই সিনেমাই উনি একজন বোবা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন। অমিতাভ বচ্চনের ছবি 'শরাবি'-তে তাঁর নাচ সকলকে মুগ্ধ করেছিল। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
6/7
হিন্দি বলতে না পারার কারণে প্রথম দিকের বলিউড কেরিয়ারের বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল তাঁকে। তাঁর প্রথম হিন্দি ছবি ছিল ১৯৮২ সালের ছবি 'কামচোর'। 'সংযোগ' সিনেমায় মা ও মেয়ের দ্বৈত চরিত্রে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
7/7
জয়া প্রদা ১৯৮৬ সালে চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত নাহতাকে বিয়ে করেছিলেন, যা নিয়ে বিতর্কও কম হয়নি। কারণ, শ্রীকান্ত আগে থেকেই বিবাহিত ছিলেন। তাঁর প্রথম স্ত্রীয়ের একটি সন্তানও ছিল। রাজনীতির সঙ্গেও এই অভিনেত্রীর সম্পর্ক অনেক পুরনো। প্রথমে তেলেগু দেশম পার্টির সঙ্গে যুক্ত ছিলেন জয়া, পরে সমাজবাদী পার্টিতে যোগ দেন। তিনি ২০১৯ সালে যোগ দেন বিজেপি-তে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: হতে চেয়েছিলেন ডাক্তার, হঠাৎ করেই রুট বদলে সিনেমায়, এই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল