Janhvi Kapoor : বয়ফ্রেন্ডের বাহুডোরে মত্ত জাহ্নবী! ফাঁস ছবি, কে এই ওরহান আওয়াত্রামানি?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Janhvi Kapoor : বয়ফ্রেন্ড ওরহান ছাড়াও সেই পার্টিতে জাহ্নবীর আরও বন্ধুরাও ছিলেন। ছিলেন অভিনেত্রী শানায়া কাপুরও।
advertisement
1/7

বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে ডিভা তিনি। অনেকেই আজ কাল মার্কিন মডেল কেন্ডাল জেনারের সঙ্গে তুলনা করছেন অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তবে তাঁর লাভ লাইফ নিয়েও কৌতুহলের শেষ নেই অনুরাগীদের।
advertisement
2/7
কিছু দিন আগেই বয়ফ্রেন্ড ওরহান আওয়াত্রামানির সঙ্গে উটি থেকে বেড়িয়ে এলেন জাহ্নবী। আর এবার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটালেন এক পার্টিতে।
advertisement
3/7
বয়ফ্রেন্ড ওরহান ছাড়াও সেই পার্টিতে জাহ্নবীর আরও বন্ধুরাও ছিলেন। ছিলেন অভিনেত্রী শানায়া কাপুরও। জাহ্নবী নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে সেই পার্টির একটি কোলাজ শেয়ার করেছেন।
advertisement
4/7
এই পার্টিতে জাহ্নবীকে দেখা গিয়েছে নিয়ন রঙের একটি বডিকন ড্রেস। ওরহান রং মিলিয়ে পরেছিলেন নিয়ন রঙের প্যান্ট ও কালো টিশার্ট। ছবি গুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
5/7
জাহ্নবী তাঁর জন্মদিনে কিছু ছবি শেয়ার করেছিলেন। কমেন্টে তখন ওরহান লিখছিলেন, আই লাভ ইউ। সেখান থেকেই প্রকাশ্যে আসে তাঁদের প্রেমের খবর।
advertisement
6/7
মাস কয়েক আগে জাহ্নবী ও তাঁর বোন খুশি কাপুরের সঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন ওরহান। সেই ছবি শেয়ারও করেছেন তিনি।
advertisement
7/7
জানা যায় ওরহান পেশায় একজন সমাজকর্মী। এছাড়া তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। এর আগে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গেও তাঁর গুঞ্জন ছড়িয়েছিল।