সলমন, সুকেশ থেকে বাহারিনের যুবরাজের বান্ধবী, এই সিংহলী কন্যায় বুঁদ নেটিজেনরা
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শুধু সলমন খান বা সুকেশ চন্দ্রশেখর নন, সিংহলী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের তুমুল প্রেম ছিল বাহারিনের যুবরাজের সঙ্গেও।
advertisement
1/8

ন্যুড রঙা বডিস্যুট আর কার্গো পান্ট... একটি ক্যালেন্ডার শ্যুটে নজরকাড়া জ্যাকলিন
advertisement
2/8
২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, ইডি-র জেরায় নাম উঠে আসে জ্যাকলিনের! জানা যায়, সুকেশ আর জ্যাকলিনের সম্পর্ক বেশ গাঢ় ছিল।
advertisement
3/8
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেছিলেন ২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর
advertisement
4/8
জ্যাকলিনকে বহুমূল্য হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেন সুকেশ, সেই আংটিতে জ্যাকলিন এবং সুকেশের নামে ইংরেজি বানানের আদ্যক্ষর বসানো ছিল।
advertisement
5/8
শুধু সলমন খান বা সুকেশ চন্দ্রশেখর নন, সিংহলী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের তুমুল প্রেম ছিল বাহারিনের যুবরাজের সঙ্গেও।
advertisement
6/8
পিম্পল দূর করতে অ্যাপল সিডার ভিনিগারের উপরেই ভরসা করেন নায়িকা। দুই টেবল চামচ আপেল সিডার ভিনিগার এবং এক কাপ বিশুদ্ধ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখা যেতে পারে। পিম্পল, অ্যাকনে থাকলে সেখানে স্প্রে করা যায়। না হলে ওই মিশ্রণে তুলো ভিজিয়েও ব্যবহার করা যায়।
advertisement
7/8
জ্যাকলিন জানান, তৈলাক্ত ত্বক পরিষ্কার করা খুব জরুরি। তিনি দিনে অন্তত দু’বার মুখ পরিষ্কার করে খুব হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করেন। সঙ্গে থাকে ভিটামিন সি। তা যেমন খাদ্য তালিকায়। তেমনই ত্বকে ব্যবহারের জন্যও।
advertisement
8/8
উজ্জ্বল ত্বকের চাবিকাঠি হিসেবে জ্যাকলিন যোগাভ্যাসের কথা বলেন। সেই সঙ্গে নিয়মিত পর্যাপ্ত জল পান করাও দরকার।