TRENDING:

Abhishek Bachchan- Karishma Kapoor Break Up Story: 'এই' একটি শর্ত না মানার কারণে ভেঙে গিয়েছিল করিশ্মা-অভিষেকের বিয়ে, দায়ি ছিলেন কার মা? এতদিন পরে সামনে এল সেই কারণ

Last Updated:
Abhishek Bachchan- Karishma Kapoor Break Up Story: শর্ত হিসাবে ববিতা জানিয়েছিলেন, পরিবারিক সম্পত্তি থেকে অভিষেকের অংশ আগেই লিখে দিতে৷ এই কথা ভালভাবে নেননি বচ্চন পরিবার ফলে ভেঙে গিয়েছিল অভিষেক ও করিশ্মার বিয়ে বিয়ে৷
advertisement
1/10
এই একটি শর্ত না মানার কারণে ভেঙে গিয়েছিল করিশ্মা-অভিষেকের বিয়ে, দায়ি কার মা?
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চন ও কাপুর পরিবারের বড় মেয়ে করিশ্মা কাপুরের প্রেমের বিষয়টি আজও সবার মনে আছে৷
advertisement
2/10
নব্বইয়ের দশকে রুপোলি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে এখন সে-ভাবে পর্দায় তাঁকে দেখা যায় না।
advertisement
3/10
কাপুর পরিবারের অমতে গিয়ে বড় মেয়ে করিশ্মাকে নায়িকার হওয়ার জন্য তৈরি করেন মা। ছোট মেয়েও সেই পথেই এগোন।
advertisement
4/10
করিশ্মা অভিষেকের বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। হয়েছিল বাগদানও। কিন্তু শেষমেষ বিয়ে অবধি গড়ায়নি।
advertisement
5/10
হাঁ ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায় ছবির সেটে শুরু হয় এই প্রেমকাহিনি। ছবি মুক্তির আগেই চিড় ধরে সম্পর্কে।
advertisement
6/10
অনেক সূত্র থেকে জানতে পারা গিয়েছে অভিষেক ও করিশ্মার বিয়ে ভাঙার জন্য একমাত্র দায়ী করিশ্মার মা ববিতা ৷ অভিষেক ও করিশ্মার বিয়ের আগে অমিতাভ বচ্চনকে শর্ত দিয়েছিলেন তিনি।
advertisement
7/10
শর্ত হিসাবে ববিতা জানিয়েছিলেন, পরিবারিক সম্পত্তি থেকে অভিষেকের অংশ আগেই লিখে দিতে৷ এই কথা ভালভাবে নেননি বচ্চন পরিবার ফলে ভেঙে গিয়েছিল অভিষেক ও করিশ্মার বিয়ে বিয়ে৷
advertisement
8/10
অভিষেক বিয়ে করেন ঐশ্বর্যকে। আর করিশ্মার সঙ্গে বিয়ে হয় সঞ্জয় কাপুরের। করিশ্মার সে বিয়েও টেকে নি। তবে বিশ্বসুন্দরীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিষেক।
advertisement
9/10
২০০৭ সালে ২০ এপ্রিল নিরাপত্তার ঘোরটোপে পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজনের মাঝখানে চারহাত এক হয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের।
advertisement
10/10
সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি করিশ্মা। কাজ এবং পরিবার নিয়েই ব্যস্ত তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Abhishek Bachchan- Karishma Kapoor Break Up Story: 'এই' একটি শর্ত না মানার কারণে ভেঙে গিয়েছিল করিশ্মা-অভিষেকের বিয়ে, দায়ি ছিলেন কার মা? এতদিন পরে সামনে এল সেই কারণ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল