TRENDING:

Indranil Roy-Manali De: বিয়ে করলেন প্রাক্তন সাংবাদিক ইন্দ্রনীল রায়, শুরু হল দ্বিতীয় ইনিংস, পাত্রী মানালিকে চেনেন কি

Last Updated:
Indranil Roy-Manali De: মাস কয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছে মানালির দে-র। ছোট্ট মেয়েকে নিয়ে আলাদা হয়েছিলেন প্রথম স্বামীর থেকে। তারপর ইন্দ্রনীল রায়কে বিয়ে করলেন তিনি।
advertisement
1/5
বিয়ে করলেন প্রাক্তন সাংবাদিক ইন্দ্রনীল রায়, শুরু দ্বিতীয় ইনিংস, পাত্রীকে চেনেন?
বিয়ে করলেন প্রাক্তন সাংবাদিক ইন্দ্রনীল রায়। দ্বিতীয় বার নতুন করে সংসার শুরু করলেন অধুনা জনসংযোগ আধিকারিক। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু। (ছবি-ফেসবুক)
advertisement
2/5
বেশ কিছু বছর আগে স্বস্তিকার বোন, ফ্যাশন ডিজাইনার অজপা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। এবার নতুন করে সংসার পাতলেন ইন্দ্রনীল রায়। পাত্রীকে চেনেন? (ছবি-ফেসবুক)
advertisement
3/5
মাস কয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছে মানালির দে-র। ছোট্ট মেয়েকে নিয়ে আলাদা হয়েছিলেন প্রথম স্বামীর থেকে। তারপর ইন্দ্রনীল রায়কে বিয়ে করলেন তিনি। (ছবি-ফেসবুক)
advertisement
4/5
ছোট্ট মেয়ে মায়ের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিল। মায়ের বিয়ে দেখল সকলের আদরের ‘বুবলু’। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির তারকারা। (ছবি-ফেসবুক)
advertisement
5/5
এই মুহূর্তে ইন্দ্রনীল-মানালি একইসঙ্গে একটি সংস্থার কর্ণধার। তার আগে মানালি একটি রেডিও চ্যানেলের মার্কেটিং বিভাগের দায়িত্বে ছিলেন। (ছবি-ফেসবুক)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Indranil Roy-Manali De: বিয়ে করলেন প্রাক্তন সাংবাদিক ইন্দ্রনীল রায়, শুরু হল দ্বিতীয় ইনিংস, পাত্রী মানালিকে চেনেন কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল