Indranil Roy-Manali De: বিয়ে করলেন প্রাক্তন সাংবাদিক ইন্দ্রনীল রায়, শুরু হল দ্বিতীয় ইনিংস, পাত্রী মানালিকে চেনেন কি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Indranil Roy-Manali De: মাস কয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছে মানালির দে-র। ছোট্ট মেয়েকে নিয়ে আলাদা হয়েছিলেন প্রথম স্বামীর থেকে। তারপর ইন্দ্রনীল রায়কে বিয়ে করলেন তিনি।
advertisement
1/5

বিয়ে করলেন প্রাক্তন সাংবাদিক ইন্দ্রনীল রায়। দ্বিতীয় বার নতুন করে সংসার শুরু করলেন অধুনা জনসংযোগ আধিকারিক। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু। (ছবি-ফেসবুক)
advertisement
2/5
বেশ কিছু বছর আগে স্বস্তিকার বোন, ফ্যাশন ডিজাইনার অজপা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। এবার নতুন করে সংসার পাতলেন ইন্দ্রনীল রায়। পাত্রীকে চেনেন? (ছবি-ফেসবুক)
advertisement
3/5
মাস কয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছে মানালির দে-র। ছোট্ট মেয়েকে নিয়ে আলাদা হয়েছিলেন প্রথম স্বামীর থেকে। তারপর ইন্দ্রনীল রায়কে বিয়ে করলেন তিনি। (ছবি-ফেসবুক)
advertisement
4/5
ছোট্ট মেয়ে মায়ের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিল। মায়ের বিয়ে দেখল সকলের আদরের ‘বুবলু’। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির তারকারা। (ছবি-ফেসবুক)
advertisement
5/5
এই মুহূর্তে ইন্দ্রনীল-মানালি একইসঙ্গে একটি সংস্থার কর্ণধার। তার আগে মানালি একটি রেডিও চ্যানেলের মার্কেটিং বিভাগের দায়িত্বে ছিলেন। (ছবি-ফেসবুক)