TRENDING:

India's richest film director: ১৭০০ কোটির সম্পত্তি, ঝুলিতে নেই একটাও 'ফ্লপ', বলুন তো ভারতের সবথেকে ধনী পরিচালক কে? হিরানি, ভনসালি, রাজামৌলি নন কিন্তু

Last Updated:
India's richest film director: রোহিত শেট্টি, ভনসালি, রাজকুমার হিরানিকে হারিয়ে ইনিই ভারতের সবথেকে ধনী পরিচালক
advertisement
1/8
১৭০০ কোটির সম্পত্তি, ঝুলিতে নেই একটাও 'ফ্লপ', ইনিই ভারতের সবথেকে ধনী পরিচালক
ছবি বলতেই আমরা নায়ক-নায়িকাকে বুঝি। সিনেমার পোস্টারেও তাঁদের ইয়া বড় ছবি। তারপরেই আসে গান। কিন্তু জাহাজের আসল নাবিক 'পরিচালক', তিনিই সব উপকরণ খাপে-খাপে বসিয়ে একটা ছবি বানান। পরিচালক ছাড়া সিনেমা কার্যর অভিভাবকশূন্য। এবার বলুন তো ভারতের সবথেকে ধনী পরিচালক কে?
advertisement
2/8
আমরা নায়ক-নায়িকাদের বাড়ি-গাড়ির কথা জানতে পারি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একজন পরিচালক হিরো-হিরোইনদের থেকে ধনী হন। ভারতের সবথেকে ধনী পরিচালকের মোট সম্পত্তি ১৭০০ কোটির। কার কথা হচ্ছে বলুন তো? ভনসালি, রাজকুমার হিরানি, রোহিত শেট্টি বা রাজামৌলি নন কিন্তু
advertisement
3/8
ভারতের সবথেকে ধনী পরিচালক হলেন করণ জোহর। গত ২৫ বছর ধরে বলিউডে তাঁর রাজ চলছে। তিনি 'ধর্ম প্রোডাকশন'-এর কর্ণধার। ঝুলিতে রয়েছে 'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি কুশি কভি গম'-এর মতো ব্লকবাস্টার ছবি।
advertisement
4/8
করণ জোহরের ফ্লপ ছবি কোনটা? ভাবতে বসতে হয়। করণের প্রতিটি ছবিই ১০০ কোটির বেশি ব্যবসা দিয়েছে। ১৯৯৮ সালে তিনি 'কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। সেইসময় ছবিটি ১০৭ কোটির ব্যবসা করেছিল। আজ-ও দর্শক ছবিটি ভোলেনি, ভোলেনি শাহরুখ-কাজলের কেমিস্ট্রির ম্যাজিক।
advertisement
5/8
করণের পরবর্তী সুপারহিট ছবি ২০০১ সালে 'কভি খুশি কভি গম', ২০০৬ সালে 'কভি আলভিদা না কেহনা'। করণের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ২০১০ সালে 'মাই নেম ইজ খান'। গোটা বিশ্বে ব্যবসা দিয়েছিল ২২৩ কোটির।
advertisement
6/8
নতুন স্টার তৈরিতে এক্সপার্ট করণ জোহর। ২০১২ সালে তরুণ তুর্কিদের নিয়ে বানান 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। ২০১৬ সালে করণের 'অ্যায় ডিল হ্যায় মুশকিল'-ও সাড়া ফেলে। ব্যবসা করে ২৪০ কোটির। তারপর লম্বা এক বিরতি। গতবছর তাঁর কামব্যাক ফিল্ম 'রকি অওর রানি কি প্রেম কাহিনি' ৩৫৫ কোটির ব্যবসা দিয়েছিল।
advertisement
7/8
সম্পত্তির নিরিখে করণ জোহরের পরই আছেন রাজকুমার হিরানি, তাঁর মোট সম্পত্তি ১৩০০ কোটির
advertisement
8/8
তৃতীয় স্থানে আছেন সঞ্জয় লীলা ভনসালি। তাঁর মোট সম্পত্তি ৯০০ কোটির। বলিউডের বাইরে ধরলে, সবথেকে ধনী পরিচালক রাজামৌলি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
India's richest film director: ১৭০০ কোটির সম্পত্তি, ঝুলিতে নেই একটাও 'ফ্লপ', বলুন তো ভারতের সবথেকে ধনী পরিচালক কে? হিরানি, ভনসালি, রাজামৌলি নন কিন্তু
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল