TRENDING:

Ileana D'Cruz: 'বাম্প অ্যালার্ট'! স্ফীত গর্ভের ছবি প্রকাশ্যে আনলেন এই প্রথম ইলিয়ানা, তা সন্তানের বাবা কে?

Last Updated:
ইলিয়ানার এই কাণ্ড দেখেই ভক্তরা বলছেন ‘লাভলি’ আর বাকিরা বলছেন ব্যাপারটা কিন্তু আনফেয়ার!
advertisement
1/5
'বাম্প অ্যালার্ট'! স্ফীত গর্ভের ছবি প্রকাশ্যে আনলেন এই প্রথম ইলিয়ানা, বাবা কে?
রণদীপ হুদার সঙ্গে ইলিয়ানা ডিক্রুজ যে ছবিটা করছেন তার নাম ঠিক হয়েছে আনফেয়ার অ্যান্ড লাভলি! নায়িকার গর্ভাবস্থার প্রসঙ্গে সবার প্রথমেই এই কথা উঠছে কেন? কারণটা ওই সদ্য প্রকাশ্যে আসা ইলিয়ানার বেবি বাম্প বা স্ফীত গর্ভদেশ!
advertisement
2/5
আগের মাসেই নায়িকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত ঘোষণা করেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা, আর, এবার স্ফীত গর্ভের ফটোশ্যুটে কাঁপিয়ে দিলেন নেটদুনিয়া। যদিও এবারেও একবারের জন্যও জানালেন না তাঁর সন্তানের বাবা কে! ইলিয়ানার এই কাণ্ড দেখেই ভক্তরা বলছেন লাভলি আর বাকিরা বলছেন ব্যাপারটা কিন্তু আনফেয়ার! তা বলে কী আর খবর হাওয়ায় ওড়ে না!
advertisement
3/5
হাজার হোক, নায়িকা বলে কথা। তার ওপরে আবার ইদানীং একটু বেশিই ঘোরাঘুরি চলছে তাঁর ক্যাটরিনা কাইফের সঙ্গে। ফলে সব মিলিয়ে ক্যামেরার আলো তো ইলিয়ানার ওপরে পড়তেই থাকবে এখন!খামোখা ক্যাটরিনার কথা টেনে আনা হল কেন? ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন মিশেলের টানেই যে ইলিয়ানা স্ফীতোদরা, সে কথা কিন্তু অনেকেই বলতে ছাড়ছেন না। দু’জনে একসঙ্গে ছুটিও কাটাতে গিয়েছিলেন ক্যাটরিনা অ্যান্ড কোং-এর সঙ্গে।
advertisement
4/5
কে বলতে পারে- সেখানে কী হয়েছে! সেখানে যা-ই হয়ে থাক না কেন, ইলিয়ানা আর মিশেল তাঁদের সম্পর্কের কথা স্বীকারও করছেন না, অস্বীকারও না। ফলে, এখনও সময় আছে বলতেই হয়। আলিয়া ভাট, নেহা ধুপিয়া, দিয়া মির্জার মতোই অন্তঃসত্ত্বা নববধূর তালিকায় নাম উঠতেই পারে ইলিয়ানার।
advertisement
5/5
ভগবান না করুন, ব্যাপারটা অ্যামি জ্যাকসনের মতো হল- সন্তান জন্ম নিল, আবার ওদিকে সম্পর্কের ভাঙনের জন্য বিয়েটাও হল না! এখন কপালে যা থাকবে, তা কে খণ্ডাতে পারে! আপাতত ইলিয়ানা কিন্তু ফটোশ্যুটে কপালে ছিটেফোঁটাও মেকআপ লাগাননি, কালো থাই স্লিট ড্রেসে তাঁর হাসি হাজার ফ্ল্যাশবাল্বের আলো ছড়িয়েছে। সাধে কী আর ঘরোয়া হলেও উত্তেজনায় ভরপুর ছবির ক্যাপশন দিয়েছেন নায়িকা 'বাম্প অ্যালার্ট'!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ileana D'Cruz: 'বাম্প অ্যালার্ট'! স্ফীত গর্ভের ছবি প্রকাশ্যে আনলেন এই প্রথম ইলিয়ানা, তা সন্তানের বাবা কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল