Ileana D' Cruz Love Life:৩ সন্তানের বাবা ফোটোগ্রাফারের সঙ্গে ব্যর্থ প্রেমে অবসাদ, গর্ভস্থ সন্তানের বাবার নাম গোপন রাখা ইলিয়েনা যৌনতা নিয়ে বরাবরই স্পষ্টবাদী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ileana D' Cruz Love Life : যৌনতা তাঁকে তরুণ রাখে এবং যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তাঁর দ্বিধা নেই। ফলে সুন্দরী এই বলিউড নায়িকা সাহসিনীও নিজের মতামত প্রকাশ করার দিক থেকে।
advertisement
1/12

যৌনতা এবং যৌনজীবন নিয়ে বরবারই স্পষ্টবক্তা ইলিয়েনা ডি’ ক্রুজ। এর আগে বলিউড নায়িকা বলেছিলেন যৌনতায় তিনি তৃপ্তি পান। যৌনতা তাঁকে তরুণ রাখে এবং যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তাঁর দ্বিধা নেই। ফলে সুন্দরী এই বলিউড নায়িকা সাহসিনীও নিজের মতামত প্রকাশ করার দিক থেকে।
advertisement
2/12
মুম্বইয়ে ১৯৮৭ সালের ১ নভেম্বর জন্ম ইলিয়েনার। তাঁর বাবা ছিলেন আইনজীবী। মা রিলেশনশিপ ম্যানেজার হিসেবে চাকরি করতেন হোটেলে। ১০ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে তিনি চলে যান গোয়ায়। পরবর্তীতে কাজের সূত্রে ফের আসেন মুম্বইয়ে। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি।
advertisement
3/12
বিজ্ঞাপনে মডেলিংয়ের হাত ধরেই আসে ছবিতে অভিনয়ের সুযোগ। ২০০৬ সালে তিনি সুযোগ পান দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনয়ে। সে বছরই মু্ক্তি পায় তাঁর প্রথম ছবি, তেলুগু ইন্ডাস্ট্রিতে ‘দেবদাসু’। বক্স অফিসে সফল হয় তাঁর প্রথম ছবি।
advertisement
4/12
এর পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পর পর ছবির সুযোগ আসতে থাকে তাঁর কাছে। কেরিয়ারের সেই সূত্রপাত লগ্নে একাধিক নায়কের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম প্রভাস। তবে তাঁরা কেউই সম্পর্কে শিলমোহর দেননি।
advertisement
5/12
বরফি-তে বাঙালি তরুণীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকমন ছুঁয়ে যায়। রণবীর কপূর, প্রিয়ঙ্কা চোপড়ার পাশাপাশি তিনিও নজর কেড়ে নেন। এর পর বলিউডে পর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায়ঁ তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’-সহ বেশ কিছু ছবিতে কাজ করেন ইলিয়ানা।
advertisement
6/12
তবে খুব বেশি হিন্দি ছবিতে তাঁকে দেখা যায়নি। ইলিয়েনার অভিযোগ নায়ক বা পরিচালক বা প্রযোজকের প্রিয়পাত্রী হয়ে উঠতে পারেননি বলেই তিনি আসতে পারেননি জনপ্রিয়তার প্রথম সারিতে।
advertisement
7/12
বিনোদন জগতের বাইরে অস্ট্রেলীয় ফোটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন ইলেয়ানা। সোশ্যাল মিডিয়ায় অ্যান্ড্রুকে তাঁর স্বামী বলেও পরিচয় দিতেন নায়িকা। ফলে অনুরাগীরা ধরেই নিয়েছিলেন, তাঁদের গোপনে বিয়ে হয়ে গিয়েছে।
advertisement
8/12
আলোকচিত্রী অ্যান্ড্রু বিবাহিত এবং তিন সন্তানের বাবা ছিলেন। সব জেনেও ইলিয়ানা এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ২০১৯ সালে শোনা যায় তাঁদের বিচ্ছেদের খবরও।
advertisement
9/12
বিচ্ছেদের পরে ইলিয়ানা গভীর অবসাদের শিকার হন। মানসিক অবস্থা স্বাভাবিক করতে তিনি থেরাপিস্টের দ্বারস্থ হন। ধীরে ধীরে ইলিয়ানা মানসিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে আসেন। তাঁর জীবনে আসে নতুন সম্পর্কও।
advertisement
10/12
শোনা যায় ক্যাটরিনা কইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন ইলিয়েনা। লন্ডনবাসী সেবাস্টিয়ান পেশায় মডেল। ক্যাটরিনা, ভিকি এবং সেবাস্টিয়ানের পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তাঁকে বিদেশে ছুটি কাটাতেও দেখা গিয়েছে।
advertisement
11/12
মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে সাড়া ফেলে দিয়েছেন ইলিয়েনা। তিনি জানিয়েছেন অনাগত অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন। তবে তাঁর সন্তানের বাবা কে, সেটা গোপনই রেখেছেন অভিনেত্রী।
advertisement
12/12
নেটমহলে জোর গুঞ্জন, তাহলে কি ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানই অনাগত সন্তানের বাবা? একদিকে এই চর্চা গুঞ্জরিত হলেও অন্যদিকে ইলিয়েনার অনুরাগীদের আর্জি, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এই কৌতূহলী কাটাছেঁড়া এ বার বন্ধ হোক।