TRENDING:

এ এক অন্য আলোর উৎসব! পরিবার নয়, প্রেমিকা সাবার সঙ্গে দিওয়ালি কাটালেন হৃতিক

Last Updated:
Hrithik Roshan Saba Azad Diwali : সাবা ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন, রইল ছবি
advertisement
1/6
এ এক অন্য আলোর উৎসব! পরিবার নয়, প্রেমিকা সাবার সঙ্গে দিওয়ালি কাটালেন হৃতিক
বলিতারকা হৃতিক রোশন তাঁর বান্ধবী সাবা আজাদের সঙ্গে প্রথম দীপাবলি উদযাপন করেছেন।
advertisement
2/6
সাবা ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সাদা পোশাকে দুজনকে দেখা গিয়েছে সেখানে।
advertisement
3/6
তিনি লিখেছেন: "শুভ দীপাবলি" পছন্দের ছবিটির ক্যাপশন হিসাবে।
advertisement
4/6
হৃতিক এবং সাবাকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ফেব্রুয়ারিতে যখন দুজনে ডিনারে বেরিয়েছিলেন। সমস্ত গুজবকে সত্যি করে, করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে যাওয়ার সময় দুজনকে হাত ধরে থাকতে দেখা গিয়েছে।
advertisement
5/6
সম্প্রতি, বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নববিবাহিত দম্পতি রিচা চড্ঢা এবং আলি ফজল৷ সেই পার্টিতে সকলের নজর কেড়েছিলেন হৃতিক রোশন এবং তাঁর বিশেষ বান্ধবী সাবা আজাদ৷
advertisement
6/6
প্রসঙ্গত, সম্প্রতি দুটিতে জুটিতে লন্ডন ঘুরছেন বলে জানা গিয়েছে। হৃতিক তাঁর ইনস্টাগ্রামেই শেয়ার করেন ছবিটি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
এ এক অন্য আলোর উৎসব! পরিবার নয়, প্রেমিকা সাবার সঙ্গে দিওয়ালি কাটালেন হৃতিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল