Shreya Ghoshal Fees: মাত্র একটি গানেই কত টাকা আয় শ্রেয়ার? বাঙালি গায়িকার পারিশ্রমিক চমকে দেওয়ার মতো
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shreya Ghoshal Fees: 'দেবদাস'-এ গানের মাধ্যমে বলিউডে হাতেখড়ি শ্রেয়ার। তার পর একের পর এক গানের প্রস্তাব। সময়ের সঙ্গে প্রথম সারির প্লেব্যাক শিল্পীদের তালিকায় নাম সামিল হয় তাঁর। কিন্তু জানেন কি, একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন তিনি?
advertisement
1/6

শ্রেয়া ঘোষাল। দু'দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে শ্রেষ্ঠত্বের সিংহাসনে অধিষ্ঠান তাঁর। বলিউড হোক বা টলিউড, সব ইন্ডাস্ট্রিতেই অবাধ বিচরণ বাঙালি গায়িকার। ছবির সাফল্যের উপর নির্ভরশীল নয় তাঁর গানের জনপ্রিয়তা। বরং কিছু ক্ষেত্রে উল্টোটারই উদারহণ মেলে।
advertisement
2/6
পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার শ্রেয়ার ঝুলিতে। বাংলা এবং হিন্দি ছা়ড়াও তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।
advertisement
3/6
শৈশব থেকেই গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ। কাঁচা বয়স থেকেই শুরু হয় সঙ্গীতচর্চা। মাত্র ছ'বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেছিলেন শ্রেয়া। তখন থেকেই গানকে কেন্দ্র করে আবর্তিত তাঁর জীবন।
advertisement
4/6
১৯৯৬ সালে মাত্র ১২ বছর বয়সে 'সারেগামাপা'-এ অংশগ্রহণ করেন শ্রেয়া। সেই অনুষ্ঠানের হাত ধরেই প্রথম জনপ্রিয়তা পান। রিয়্যালিটি শোয়ে বিজয়ীর শিরোপা ওঠে তাঁর মাথায়। তার পরেই বলিউডে পদার্পণ।
advertisement
5/6
সঞ্জয় লীলা বনসালী পরিচালিত 'দেবদাস'-এ গানের মাধ্যমে বলিউডে হাতেখড়ি শ্রেয়ার। তার পর একের পর এক গানের প্রস্তাব। সময়ের সঙ্গে প্রথম সারির প্লেব্যাক শিল্পীদের তালিকায় নাম সামিল হয় তাঁর। কিন্তু জানেন কি, একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন তিনি?
advertisement
6/6
একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতি গান পিছু ২৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন শ্রেয়া। তবে এই বিষয়ে গায়িকা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও শিলমোহর বসানো হয়নি।