advertisement
1/5

দেখতে দেখতে কেটে গেল ২৫ বছর। আর এই ২৫ বছর উপলক্ষ্যে আজ মুক্তি পেল ‘জুরাসিক পার্ক’ সিরিজের নতুন ছবি জুরাসিক ওয়ার্ল্ড, দ্য ফলেন কিংডম। (Image: Universal Pictures via AP)
advertisement
2/5
ডাইনোসরদের দুনিয়ার রোমাঞ্চকর কাহিনী নিয়ে নির্মাণ করা জনপ্রিয় সেই ছবি দেখেনি এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন। (Image: Universal Pictures via AP)
advertisement
3/5
জুরাসিক ওয়ার্ল্ডের প্রথম ছবিটির কাহিনী যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে এর দ্বিতীয় সিক্যুয়েল দ্য ফলেন কিংডমের কাহিনী। (Image: Universal Pictures via AP)
advertisement
4/5
ছবিটির কেন্দ্রীয় চরিত্র ওয়েন গ্র্যান্ডি এবং ক্লেয়ার ডিয়ারিং ফিরে যায় জুরাসিক পার্ক হিসেবে পরিচিত আইলা নুবলা দ্বীপে। এর আগের ছবিটিতে পার্কটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও, এখনও সেখানে রয়ে গেছে প্রাগৈতাহাসিক যুগের কিছু প্রাণী। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারেনি। তাই তাদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছান ওয়েন এবং ক্লেয়ার। (Image: Universal Pictures via AP)
advertisement
5/5
জুরাসিক ওয়ার্ল্ডের এবারের ছবিটির পরিচালনায় পরিবর্তন এলেও বরাবরের মতোই ছবিটি নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন স্টিভেন স্পিলবার্গ। জুরাসিক ওয়ার্ল্ডের এবারের ছবিটি পরিচালনা করেছেন জে এ বায়োনা। (Image: Universal Pictures via AP)