TRENDING:

Harvey Weinstein| 'বাথরুমে আমার বুক চিপে ধরে হস্তমৈথুন শুরু করল,' বিস্ফোরক নামী মডেল

Last Updated:
লরেন আদালতে বিচারককে বলেন, 'প্রথমে ওয়েনস্টেইন আমায় নগ্ন ছবি পাঠাতে বলে৷ ওয়েনস্টেইন নিজের যৌনাঙ্গের ছবিও আমায় দেখায়৷ ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের এক সন্ধে৷ ওয়েনস্টেইন আমায় একটি হোটেলে৷ আমি তখন হলিউডে ডেবিউ করার জন্য স্ট্রাগল করছি৷'
advertisement
1/7
'বাথরুমে আমার বুক চিপে ধরে হস্তমৈথুন শুরু করল,' বিস্ফোরক নামী মডেল
হলিউডের অন্যতম সেরা প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের যৌন কীর্তির জেরেই বিশ্বজুড়ে শুরু হয় #MeToo আন্দোলন৷ বিশ্বের মহিলারা একের পর এক সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থা নিয়ে মুখ খুলতে শুরু করেন৷ হলিউড ছাড়িয়ে বলিউডেও সেই আন্দোলন জোরদার৷
advertisement
2/7
এহেন ওয়েনস্টেইনের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক মন্তব্য করলেন হলিউডের নামী মডেল লরেন ইয়ং৷ কী ভাবে হলিউডে সুযোগ করে দেওয়ার বদলে ওয়েনস্টেইন তরুণীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হত, তা আদালতে খোলাখুলি জানালেন৷
advertisement
3/7
লরেন ইয়ং হলেন ষষ্ঠ ব্যক্তি, যিনি হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ আদালতে তাঁর অভিযোগ, ওয়েনস্টেইন তার পরবর্তী ছবির প্রযোজনার আগেই অভিনেত্রীদের সঙ্গে যৌনতা করতে চাইতো৷
advertisement
4/7
লরেন আদালতে বিচারককে বলেন, 'প্রথমে ওয়েনস্টেইন আমায় নগ্ন ছবি পাঠাতে বলে৷ ওয়েনস্টেইন নিজের যৌনাঙ্গের ছবিও আমায় দেখায়৷ ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের এক সন্ধে৷ ওয়েনস্টেইন আমায় একটি হোটেলে৷ আমি তখন হলিউডে ডেবিউ করার জন্য স্ট্রাগল করছি৷'
advertisement
5/7
তিনি বলেন, 'আমায় সোজা বাথরুমে টেনে নিয়ে যায়৷ তারপর আমার স্তন চেপে ধরে৷ এবং হস্তমৈথুন করতে শুরু করে৷ যৌনাঙ্গ আমার নিতম্বে চেপে ধরে৷ আমার বমি পাচ্ছিল৷ কী ভয়াবহ সেই দিনটা৷'
advertisement
6/7
বিচারক তখন জিগ্গেস করেন, আপনার সামনে কি ওয়েনস্টেইন নগ্ন ছিলেন? লরেন বলেন, 'হ্যাঁ৷ সারা শরীরে প্রচুর লোম৷ প্রচুর তিল৷ বিচিত্র দেখতে যৌনাঙ্গ৷ আমার গা গুলিয়ে উঠছিল৷ আমার যতদূর মনে আছে, ওয়েনস্টেইনের টেস্টিকল নেই৷ ওর যৌনাঙ্গ সাধারণের মতো নয়৷'
advertisement
7/7
আপনাকে ওয়েনস্টেইন ডাকতেই আপনি হোটেলে গেলেন কেন? বিচারকের এই প্রশ্নে লরেন বলেন, 'আমাকে ও ফোন করে বলে, একটা ভালো স্ক্রিপ্ট আছে৷ শুনতে এসো হোটেলে৷ আমি খুব আনন্দ হয়৷ আমি নিজের সেরা পোশাকটা পরে গিয়েছিলাম সে দিন৷ এরকম ঘটবে ভাবিনি৷'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Harvey Weinstein| 'বাথরুমে আমার বুক চিপে ধরে হস্তমৈথুন শুরু করল,' বিস্ফোরক নামী মডেল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল