TRENDING:

Horror Films Watching Competition: ভূতের সিনেমা দেখার সাহস রাখেন? এই ১৩ ছবি দেখলে পাবেন প্রায় ১ লক্ষ টাকা!

Last Updated:
আপনিও যদি ভূতের ছবি (Horror Films) দেখতে ভালোবাসেন, তবে এই খবর আপনারই জন্য। কারণ ভূতের ছবি দেখেই এবার আপনি পেতে পারেন প্রায় ১ লক্ষ টাকা পুরস্কার। (Horror Films Watching Competition)
advertisement
1/8
ভূতের সিনেমা দেখার সাহস রাখেন? এই ১৩ ছবি দেখলে পাবেন প্রায় ১ লক্ষ টাকা!
অনেকেই ভূতের ছবি (Horror Films) দেখতে খুবই ভালোবাসেন। সারা দিনের কাজের শেষে রিল্যাক্স করার জন্য ইচ্ছে করে ভয় পেতে ভালোবাসেন অনেকে। হরর ফিল্ম এমন একটি উপায় যেখানে আপনি আগে থেকেই জানেন যে, আপনি ভয় পাবেন। ফলে আপনার মানসিক চাপ অনেকটাই প্রশমিত হয়ে যায় এবং মানুষ বিনোদন পান।
advertisement
2/8
আপনিও যদি ভূতের ছবি (Horror Films) দেখতে ভালোবাসেন, তবে এই খবর আপনারই জন্য। কারণ ভূতের ছবি দেখেই এবার আপনি পেতে পারেন প্রায় ১ লক্ষ টাকা পুরস্কার। (Horror Films Watching Competition)
advertisement
3/8
মার্কিন অর্থলগ্নিকারী সংস্থা 'ফিনান্সবাজ' (US-based company FinanceBuzz) এই অদ্ভূত সুযোগ এনে দিয়েছে আপনাকে। শুধু সিনেমা দেখাই নয়, সেই ভূতের সিনেমাগুলি (Horror Films) দেখতে পারলে, আপনাকে ১ হাজার ৩০০ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ওই সংস্থার পক্ষ থেকে। (Horror Films Watching Competition)
advertisement
4/8
প্রতিযোগী যখন ভূতের ছবিগুলি দেখবেন, তখন ফিটবিট পরে থাকতে হবে। যা ওই ব্যক্তির হার্টবিটের পরিমাণ পরীক্ষা করবে। এবং প্রতিযোগীরা সেই ছবিগুলির রেটিংও দিতে পারবেন। পুরনো হরর ছবি থেকে থাকবে হালের ভূতের ছবিও। (Horror Films Watching Competition)
advertisement
5/8
প্রতিযোগীকে ১৩টি ভূতের ছবি দেখতে হবে ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিযোগীকে যে সিমেনাগুলি দেখতে হবে সেগুলি হল-- শ, অ্যামিটিভাইল হরর, আ কোয়ায়েট প্যালেস, আ কোয়ায়েট প্যালেস পার্ট ২, ক্যান্ডিম্যান, ইনসিডিয়াস, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, সিনিস্টার, গেট আউট, দ্য পার্জ, হ্যালোউইন (২০১৮), প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অ্যানাবেল।
advertisement
6/8
আসলে, ফিনান্সবাজ একটা সমীক্ষা চালাচ্ছে। বড় বাজেটের হরর মুভি দর্শকদের মধ্যে বেশি ভয়ের উদ্রেক করে না কি অল্প বাজেটের হরর মুভি। আর তার জন্যই এই প্রতিযোগিতা বলে দাবি ওই সংস্থার।
advertisement
7/8
কী ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে তাও জানিয়েছে সংস্থাটি। ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। ১ অক্টোবর বাছাই প্রতিযোগীর নাম ঘোষণা করা হবে। তাঁকে ইমেলে যোগাযোগ করা হবে। ৪ অক্টোবরের মধ্যে ফিটবিট পাঠিয়ে দেওয়া হবে প্রতিযোগীকে।
advertisement
8/8
৯ অক্টোবর থেকে সিনেমা দেখা শুরু করতে হবে। শেষ করতে হবে ১৮ অক্টোবর। তবে প্রতিযোগীর ন্যূনতম বয়স হতে হবে ১৮। তা হলে আর দেরি কেন, আপনিও যদি ভূতের ছবি দেখার সাহস রাখেন, তবে ঝাঁপিয়ে পড়ুন এই প্রতিযোগিতায়। আর পুজোর মরসুমে কামিয়ে নিন প্রায় ১ লক্ষ টাকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Horror Films Watching Competition: ভূতের সিনেমা দেখার সাহস রাখেন? এই ১৩ ছবি দেখলে পাবেন প্রায় ১ লক্ষ টাকা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল